[Daily Quiz] #90.6 আজ জার্মান - TopicsExpress



          

[Daily Quiz] #90.6 আজ জার্মান বংশোদ্ভূত মার্কিন জীববিজ্ঞানী ম্যাক্স ডেলবুর্ক (Max Delbrück) –এর ৯৮তম জন্মবার্ষিকী। তিনি ১৯০৬ সালের ৪ সেপ্টেম্বর জার্মানীর বার্লিনে জন্মগ্রহন করেন। ১৯৩৭ সালে তিনি জীববিজ্ঞান পড়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে চলে আসেন। সেখানে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি (California Institute of Technology) –তে জীববিজ্ঞান বিভাগে ড্রোসোফিলার (Drosophila melanogester) বংশগতি (Genetics) নিয়ে কাজ শুরু করেন। সেখানেই তিনি প্রথম ব্যাক্টেরিয়া (Bacteria) ও তার ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেন। তিনি ১৯৬৯ সালে ইতালিয়ান বিজ্ঞানী স্যালভাদর লুরিয়া (Salvador Luria) ও মার্কিন বিজ্ঞানী অ্যালফ্রেড হার্স (Alfred Hershey) - সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। ভাইরাসের জেনেটিক গঠন (Genetic Structure) ও অনুলিপন (Replication) সম্পর্কিত গবেষণার জন্য তাঁরা এই পুরষ্কার পান। ব্যাক্টেরিয়াল ভাইরাস তথা ব্যাক্টেরিওফাজের উপর এই তিন বিজ্ঞানীর গবেষণাকে আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। ডেলবুর্ক ১৯৮১ সালের ৯ মার্চ আমেরিকার ক্যালিফর্নিয়ায় মৃত্যুবরন করেন। ম্যাক্স ডেলবুর্ক কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন? ক. রসায়ন খ. চিকিৎসা শাস্ত্র গ. পদার্থবিজ্ঞান ঘ. অর্থনীতি
Posted on: Thu, 04 Sep 2014 11:30:01 +0000

Trending Topics



een-providing-assignment-and-thesis-help-for-the-MBA-topic-10152241271596578">We have been providing assignment and thesis help for the MBA
THIS FRIDAY AND SARTURDAY IS BONAZA DAYS THE SHIRTS BONAZA IS
So many of my friends and loved ones have been and still are

Recently Viewed Topics




© 2015