Deep Freez..... সফটওয়্যারটির কিছু - TopicsExpress



          

Deep Freez..... সফটওয়্যারটির কিছু ব্যবহার ------------------------------------------------- আমার সালাম নিবেন । আশা করি সকলে ভাল আছেন । আজ আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি টিপস ।অনেকেই কম্পিউটার ব্যবহার করেন । আর যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের অনেকেই ভাইরাস নিয়ে চিন্তিত থাকেন । আজ থেকে কোন এন্টি ভাইরাস ব্যবহার করতে হবে না শুধু মাত্র এই সফটওয়্যারটি ডাউনলোড করুন ইন্সটল করুন আপনার পিসিতে । ইন্সটল করতে আপনার ড্রাইভগুলো সিলেক্ট করুন ।সফটওয়্যারটি আপনি যে ড্রাইভ গুলো সিলেক্ট করে ইন্টল করবেন শুধুমাত্র সেগুলো তে ভাইরাস ডুকতে পারবে না ।সফটওয়্যারটি যে ড্রাইভগুলোকে প্রোটেক রাখবে সেগুলো তে ইন্টল করার আগে যা ছিল তা ই থাকবে কোন কিছু পরে রাখলে পিসি বন্ধ করলে থাকবে না । তাই ভাইরাস নিয়ে খেলা করলে বা ভাইরাস ডুকলে তাও থাকবে না ।এটা বন্ধ করতে ডেক্সটপের টাস্কবারে থাকা ডিপ ফ্রিজ আইকনটিতে Shift চেপে ক্লিক করুন ।শেষ অপশন সিলেক্ট করে ওকে করলে ডিপ ফ্রিশ বন্ধ হয়ে যাবে । software..... Download Link :- pchelpboss.page4.me/64.html ++++++++++++++++++++++++++++++ ভাল লাগলে লাইক ও কমেন্ট করুন।
Posted on: Mon, 01 Jul 2013 21:54:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015