Heath Ledger (4 April 1779 - 22 January - TopicsExpress



          

Heath Ledger (4 April 1779 - 22 January 2008) চলচ্চিত্র জগতের অকালেই ঝরে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্রের নাম ‘হিথ ল্যাজার’, যে কিনা বিখ্যাত সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ সুপার হিরো মুভি ‘দ্য ডার্ক নাইট’ এ তাঁর করা সর্ব কালের সব থেকে ভয়ংকর ভিলেন ‘জোকার’ চরিত্রের জন্য... আর এই চরিত্রটিই তাকে তিলে তিলে ঠেলে দিয়েছে মৃত্যুর দুয়ারে... আজ এই মহান অভিনেতার ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী... ২০০৮ সালে ঠিক এই দিনেই ‘হিথ ল্যাজার’ কে তাঁর বাড়ীতে মৃত অবস্থায় পাওয়া যায়... সেই সময়টায় সে ব্যস্ত ছিল এই ‘জোকার’ চরিত্রটিকে নিয়ে আর এই চরিত্রটি করতে গিয়ে নিজের প্রতি অমানুষিক পরিশ্রম ও অত্যাধিক ঔষধ সেবনেই তাঁর এই অকাল মৃত্যু... কিন্তু তাঁর মৃত্যু বৃথা যায়নি... তাঁর ‘জোকার’ চরিত্রটি মানুষের হৃদয়ে যে পরিমাণ বিভীষীকার সৃষ্টি করেছে এবং মানুষ তাকে ভালবাসে যে পরিমাণ সম্মান দিয়েছে তা অনেক জীবিত অভিনেতার ভাগ্যেও জোটে না... তাকে সম্মানিত করা হয় সর্ব শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরষ্কার ‘অস্কার’ দ্বারা... কিন্তু আফসোস, এত সম্মান, এত ভালবাসা সে নিজের চোখে দেখে যেতে পারলো না... মাঝে মাঝে একটি কাজই মানুষকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট... ‘হিথ ল্যাজার’ এখন আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর অমর সৃষ্টি ‘দ্য ডার্ক নাইট’ এর ‘জোকার’ তাকে আজীবন বাঁচিয়ে রাখবে সকল চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে... ‘হিথ ল্যাজার’ মৃত্যুর পরেও আমাদেরকে তাঁর ‘জোকার’ চরিত্রের সেই বিখ্যাত ডায়লগের দ্বারা জীবনের সব থেকে অনুপ্রেরনাদায়ক শিক্ষা দিয়ে গেছে… “Why So Serious ? Let’s Put A Smile On That Face… !!!”
Posted on: Thu, 22 Jan 2015 15:07:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015