It was narrated from Aws Ibn Aws (ra): Prophet Muhammad (peace be - TopicsExpress



          

It was narrated from Aws Ibn Aws (ra): Prophet Muhammad (peace be upon him) said, “The best of your days is Friday. On that day Adam (peace be upon him) was created; on that day he died; on that day the Trumpet will be blown; and on that day all of creation will swoon. So send a great deal of blessings upon me, for your blessings will be shown to me.” [Narrated by Abu Dawood, 1047; classed as saheeh by Ibn al-Qayyim in his comments on Sunan Abi Dawood, 4/273; classed as saheeh by al-Albaani in Saheeh Abi Dawood, 925] হযরত আউস বিন আউস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনে আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে মৃত্যু দেওয়া হয়েছে, এই দিনে সিংগায় ফু দেওয়া হবে এবং মহা বিপর্যয়ও (ক্বিয়ামত) ঘটবে এই দিনেই। তাই এই দিনে তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করবে; কেননা তোমাদের দরুদ আমার উপর বখশান হয় জুমার দিনে।” [আবু দাউদ, নাসাঈ, ইবনু মাজা প্রমুখের বরাতে সহীহ আত তারগীব ওয়াত তারহীব, মিশকাত আলবানী হা: নং ১৩৬১]
Posted on: Fri, 21 Mar 2014 00:17:54 +0000

Trending Topics



e="margin-left:0px; min-height:30px;"> Chelseas two most senior players in our team that beat Liverpool
UM LINDO E ILUMINADO AMANHECER..!! Bom diaaa querida
29 “But immediately following the trouble of those times, the

Recently Viewed Topics




© 2015