Now thats called larger then life - ভালবাসি - TopicsExpress



          

Now thats called larger then life - ভালবাসি তাই ভালোবেসে যাই টেলিফিল্মটিতে একটা সিন করেছিলাম যেখানে প্রিতির মান ভাঙ্গানোর জন্য শুভ ডিশ চ্যানেলে বাচ্চাদের নিয়ে আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতার একটা ভিডিও প্রেজেন্টেশন দেখায় এবং তা দেখে প্রিতির অভিমান ভেঙ্গে যায়, মনে আছে?...তো সেই দৃশ্য দেখে একটি রিভিউ লিখেছিল এটি নাকি বাস্তবসম্মত হয়নি...সেই ক্রিটিক মহোদয়ের জন্য এত বছর পরে এই বাস্তব ছবিটা শেয়ার করলাম...Reality is Subjective এটা মানি আমি...কিন্তু তাই বলে নিজে যা দেখিনি, বা শুনিনি, বা vision না থাকার কারণে ভাবতে পারিনা বলে তা অবাস্তব বলে রায় দিয়ে দেব এতটা বেকুব আমি না...সো প্লিজ এখন থেকে আর.......প্লিজ, আল্লাহর দোহাই...!! :)
Posted on: Tue, 21 Jan 2014 08:37:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015