Paul Heyman. যার নাম শুনলে - TopicsExpress



          

Paul Heyman. যার নাম শুনলে এরিনায় ফ্যান দের বু এর বৃষ্টি নামে। তার হেটারের সংখ্যা অসংখ্যা। তাকে অনেকে তো দেখতেই পারেন না। অনেকে আবার গালমন্দ করে বসেন। কিন্তু, আমরা তখন ভুলে যাই যে এ ব্যাক্তির এই রকম আচরণ শুধুমাত্র স্ক্রিপ্ট ছাড়া কিছুই না। Paul Heyman যতবড় হিল হোক না কেন তিনি WWE এর জন্য যা করেছেন তা অসামান্য। তিনি একাধারে Commentator,ECW এর প্রতিষ্ঠাতা,হিল মেনেজার। মেনেজার হিসেবে তার কৃতি সত্যিই প্রশংসনীয়। তিনি এতো রেসলারের মেনেজার হয়েছেন যে নিজেই তা মনে রাখতে পারেন না! তিনি নিজে রেসলিং শিখেননি কিন্তু তার হাত ধরেই অনেক রেসলার আজ সফল। তার ক্লাইয়েন্টের লিস্ট : 1.Tommy Rich 2.Dennis Condrey 3.Randy Rose 4.Colonel DeBeers 5.Adrian Adonis 6.Mark Callous 7.Steve Austin 8.Rick Rude 9.Arn Anderson 10.Larry Zbyszko 11.Bobby Eaton 12.Madusa 13.Don Muraco 14.Jimmy Snuka 15.Eddie Gilbert 16.Dark Patriot 17.Sabu 18.Taz/Tazmaniac 19.911 20.Brock Lesnar 21.Big Show 22.Kurt Angle 23.Shelton Benjamin 24.Charlie Haas 25.A-Train 26.Heidenreich 27.Rob Van Dam 28.Matt Morgan 29.Nathan Jones 30.Rhyno 31.Tommy Dreamer 32.Cowboy Bob Orton 33.Test 34.Hardcore Holly 35.CM Punk 36.Curtis Axel 37.Ryback 38.Cesaro 39.Rey Mysterio 40.The Undertaker Single রেসলার ছাড়াও তিনি ট্যাগ টিমের ম্যানেজার হয়েছেন: 1.Samoan Swat Team (Fatu and Samu) 2.Dangerous Alliance (Arn Anderson, Rick Rude, Larry Zbyszko, Bobby Eaton, Steve Austin and Madusa) 3.Team Angle (Kurt Angle, Shelton Benjamin and Charlie Haas) 4.The Dudley Boyz (Bubba Ray Dudley, D-Von Dudley and Spike Dudley) 5.Rybaxel (Ryback and Curtis Axel) এত কিছু করার পরেও বেচারা জিমিকের জন্য বু পান। একবার ভিন্স তাকে ফেস টার্ন করার কথা বলেছিল কিন্তু হেইমান তা প্রত্যাখান করে বলেছিল যে সে বু পেতে চায়!!! তার ক্লায়েন্ট লিস্ট কিন্তু বহুত।সব ক্লায়েন্টরা Paul Heyman কে নিয়ে যে মন্তব্য করতো (কাল্পনিক): Ryback: Youre bully to saying me Heyman Guy. Stupid! Axel: As I am better than Perfact, I am better than Heyman too. CM Punk: You are not my friend either Dad,You are big Ass of this Company Rey Mysterio: I am always Underdog and I dont like this man Rob Van Dam: Keep your wallet,wife,house,mind,career away from this man (Heyman) Kurt Angle : You Suck!!! Steve Austin: What! The Undertaker: Paul Heyman will REST IN PEACE! Brock Lesnar: Paul,Say something stupid! আর এর পরেই হেইম্যান বলবে : Heyman: My client Brock Lesnar breaks The Undertakers Undefeatable Strick at Wrestlemania!!! Fan: Booooooo যাই হোক তিনি নিজে বু পেয়ে আমাদের এন্টারটেইন করেন। তাই তার প্রতি রেস্পেক্ট রইল।
Posted on: Thu, 23 Oct 2014 00:05:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015