Reading is an activity subsequent to writing – more resigned, - TopicsExpress



          

Reading is an activity subsequent to writing – more resigned, more civil, more intellectual. - Jorge Luis Borges নিজেকে পড়ো তাই, পাঠক হিসেবে, যদিও তুমি লেখক হও, যদিও তুমি কবি হও। ....জীবন যেমন তোমার লেখার খাতা, তুমি লিখে চলবে নিরন্তর, সময় পার হবে, তুমি করবে নিত্য নতুন শব্দচয়ন, তুমি পাতা উলটাবে, আর লিখে যাবে। অবিশ্রান্ত, ক্লান্তিহীন। বিমর্ষচিত্তে, কিংবা প্রফুল্লতায়। তুমি লিখেই যাবে। হ্যাঁ, তুমি তো লিখবেই, কিন্তু আমি শুধু বলবো এই ক্ষণে, চুপচাপ, ফিসফিস, একটু বোসো বন্ধু। তোমার খাতাখানি শেষ হওয়ার আগেই একটু না হয় পড়ে নাও নিজেকে, একজন পাঠক হিসেবে। নয় কোন হিসেব মেলানো, ওটা তো মিলবেনা কভু, শুধু একটু পড়ে নাও পাতা, তোমার পেছনের পাতাগুলো, যখন কাউকে তুমি ফেলে এসেছো নবম পৃষ্ঠায়... ....তারপর তুমি থামতে পারো, ভাবতে পারো, অথবা চুপ করে লিখতে পারো অন্যকিছু, অন্য সুরে, অন্য মাত্রায়, যখন তোমার জীবন বইটা বন্ধ হবে, তুমি স্বস্তি পাবে হয়তো কিছুটা, কারণ তুমি সব করেছো তোমার নিজের মতন করেই...!
Posted on: Mon, 12 May 2014 00:17:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015