#Rubel_Hossain ফেসবুকে একটা - TopicsExpress



          

#Rubel_Hossain ফেসবুকে একটা মেয়ের সাথে CHAT : আমি : বালিকা তোমার ফোন নাম্বার দিয়না এমন জনকে যে মিস দেয় তোমায় আর ফোন দেয় আরেক জনকে মেয়ে : Who r u? আমি : মে তেরা হিরো বাকি সব জিরো মেয়ে : Bye আমি : শোন বলি তোমায় না বলা কথা গুলো আজ বলে দিতে চাই মেয়ে : থাক আর বলতে হবে না By আমি : না না না তা হবে না কথা শুনে যাও বলতে চাই একটা কথা পিছু ফিরে চাও মেয়ে : Yap আমি : তোরে পুতুলের মতো করে সাজিয়ে হ্নদয়ের কুঠোরে রাখব মেয়ে : থাকার মতো জায়গা আছে লাগবে না আমি : ঘুরি তুমি যার আকাশে উড়ো তার আকাশ কি আমার চেয়ে বড় মেয়ে : Hmm আমি : যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায় মেয়ে : Hahaha আমি : ভালোবাসি তোমার ঐ রোদ্দুর হাসি দেখি স্বপ্ন কাটে আমার দিবা নিশি মেয়ে : amr favrit akta song. ame gaan sunতে khub valobasi আমি : একখান চুম্মা দিয়া কারেন্ট লাগাইলি দুইখান চুম্মা দিয়া বল্টেজ বাড়াইলি তিন খান চুম্মা দে আমায় মেয়ে : যা যা বেহায়া পাখি যানা অন্য কোথাও যানা কেউ করেনি মানা আমি : তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায় এক জীবনে এত চুম্মা পাবো কোথায় মেয়ে : No Reply আমি : বাতাশে কান পেতে থাকি এই বুঝি আসলে তুমি ফেসবুকে চোখ মেলে রাখি এই বুঝি পাঠালে রিপলে মেয়ে : No Reply আমি আজও Reply আশায় থাকতে থাকতে কঙ্কাল হয়ে গেলাম!!!
Posted on: Mon, 18 Aug 2014 07:15:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015