The dress of a girl was torn apart in broad daylight, her uncle - TopicsExpress



          

The dress of a girl was torn apart in broad daylight, her uncle needed as many as 16 stitches and still there are people telling me that I need to know the fact. একটা মেয়ের উপর কি রকম আক্রমন হয়েছে সেটা তার পরিধেয় ছেড়া জামার দিকে তাকালেই বোঝা যায়। তাদের মামার উপর কি আক্রমন হয়েছে সেটা তার শরীরে সেলাইয়ের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায়। মেয়েটা এমন কি করেছে যে তার উপর এমন আচরণ করতে হবে? বাংলাদেশে এমন কোন মেয়ে আছে নাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল আবাসিক হলের ছাত্রের সামনে তাদেরই আবাসিক হলের কাছে কাউকে থাপ্পর দিবে? এটা কি বিশ্বাস যোগ্য? আর যদি সত্যিই থাপ্পর মেরে থাকে নিশ্চই আমাদের ছেলেরা এমন কিছু করেছে যে সে বাধ্য হয়েছে। তা ছাড়া তাদের সাথে ছিল তাদের মামা। মামার সাথে তার দুই ভাগ্নে একসাথে অশোভন কাজে ব্যাস্ত ছিল এটাও বিশ্বাস যোগ্য না। আর মেয়ে দুটো যদি স্বল্প বসন পরেই থাকে তার মানে কি তাদের উপর ঝাপিয়ে পড়তে হবে? ওরা বহিরাগত, ওদের স্বল্প বসন, ওরা অশোভন আচরণ করছিল, এর কোনটিই এই অপরাধ justify করা যাবে না। কোন ভাবেই না। Nothing can justify this horrific incident!!!! এখানে issue হলো দুটো 1. আইন শৃঙ্খলা issue, 2. সামাজিক অবক্ষয় issue from the perspective Bangladeshi culture. People are trying to camouflage the matter to twist things in their favour like our politicians.
Posted on: Sun, 09 Nov 2014 11:06:09 +0000

Trending Topics



e="min-height:30px;">
Crecimiento económico cayó a la mitad en un año de gobierno del
Good Morning. In Nahum 1:7 we are reminded that God will protect
Hello everyone! We had some GREAT questions that were posted
At least 4 historical sites in Syria devastated by looting,
So the government think Its a good deal to promise EDF double the

Recently Viewed Topics




© 2015