Uncle Ben Spider Man কে বলেছিলেন With great - TopicsExpress



          

Uncle Ben Spider Man কে বলেছিলেন With great power comes great responsibility ফেসবুক এখন পর্যন্ত অপ্রতিরোধ্য জনপ্রিয় মাধ্যম।এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কি করা যায় বিশ্ববাসী দেখেছে – মিশর রহস্যে। অনলাইন ব্যবসা রমরমা। তারচেয়ে বেশি রমরমা সেলিব্রেটি হওয়ার ধান্দা। অনেকে ইনবক্স করেন, লাইক চায়, বন্ধু রিকোয়েস্ট পাঠায়, আবার কেউ কেউ এই সব কিছুর ধারও ধারে না। অসাধারণ অসাধারণ পোস্ট দেন, উৎসাহিত করেন, আবেগী করে তোলেন, ফেসবুক এর দেয়াল স্যাঁতস্যাঁতে করে ফেলেন – আবেগ দিয়ে, ফেসবুকে দেশ স্বাধীন করে, কেউ রাজাকার সাজায়,কেউ ধুঁকে ধুঁকে কাউকে মারে, কেউ রক্ত চায়, কেউ শীত বস্ত্র নিয়ে ব্যস্ত সময় কাটায়। বেশির ভাগ সেলিব্রেটি মধ্য পন্থী – তাদের রাজনৈতিক আদর্শ উন্মোচিত না। সাবধানী পোস্ট করেন, লাখ লাখ ফলোয়ার, তাদের ফলোয়ার ফ্রেন্ড না হলেও আপনি পোস্ট পেয়ে যাবেন আপনার দেয়ালে, বন্ধু মারফত। আমি জানি না সেলিব্রেটি ভাই-বোনেরা কি আসলেই সচেতন ওনাদের ক্ষমতা নিয়ে – নাকি অপব্যবহারে নিজেদের বিলিয়ে দিচ্ছেন। আরিফ আর হোসেন – আরিফ ভাই – ওনার পোস্টগুলো অসাধারণ – ভাল লাগে, একটা স্বপ্ন স্বপ্ন ভাব নিয়ে আসেন। আমরা উৎসাহিত হই। কিন্তু প্রচন্ড পরিতাপের ব্যাপার গত ১৭ সেপ্টেম্বর উনি একটা পোস্ট দিছেন – বৃদ্ধ মুক্তিযোদ্ধা ৯০ বছরের নুরুন্নবি সাহেবকে নিয়ে, উনি এই বয়সেও প্রচণ্ড পরিশ্রম করে দিন আনে দিন খায় – তাই আজ বুদ্ধি করে যেতে চান জেলে – জেলে যেয়ে বাকি জীবন ডাল ভাতের নিশ্চয়তা চান। প্রথমেই আমার কষ্ট লেগেছে – আরিফ ভাই ওনার স্ট্যাটাসে বারবার “সে” সম্বোধন করেছেন, হয় তো ভুলে। ৯০ বছরের গরিব মুক্তিযোদ্ধা, দিন আনে দিন খান – ওনাকে নিয়ে স্ট্যাটাস আসছে এইটাই আমার কাছে অনেক বড় মনে হয়েছে – আরিফ ভাইকে ধন্যবাদ। তবে খারাপ লেখেছে – আরিফ ভাই নুরুন্নবি সাহেবের কোন বিস্তারিত দেন নাই, কোথায় উনি, কি করছেন। আরো পরিতাপের ব্যাপার উনি এই বৃদ্ধ মুক্তিযোদ্ধার জন্য কোন কিছু করার ব্যপারে উদ্যোগী কোন কথা পোস্টে আসে নাই, উপরন্তু – প্রায় ২০,০০০ (বিশ হাজার) লাইক পাওয়া পোস্টে কেউ একবারের জন্যও এই বৃদ্ধ মুক্তিযোদ্ধার জন্য কোন আশার কথা শুনান নাই, প্রকারান্তে এই পোস্ট নিয়ে হয়েছে রাজনীতি, আওয়ামীলীগ যেহেতু স্বাধীনতার সময় নেতৃত্ব দানকারী দল এবং তারা ক্ষমতায় তাই এখন এই পোস্টটের দায় চলে যাচ্ছে আওয়ামীলীগের দিকে - স্বাভাবিক, বিএনপি এর সময় রাজাকারদের মন্ত্রিত্ব বা মুক্তিযোদ্ধাদের লাথি মারার ঘটনা আজ আমরা মনে রাখিনি – গোল্ড ফিল্ড সিনড্রোমে আক্রান্ত জাতি আমরা কেন মনে রাখবো। আফসোস আরিফ ভাইয়ের উচিত ছিল পোস্টে অনুরোধ করা এই বৃদ্ধের জন্য কিছু করার আহবান করা এই টাইপের কিছু কথা বলা – যারা লাইক দিয়েছেন বা মন্তব্য করেছেন – কেউকে পেলাম না যে বলতে আমি বৃদ্ধ নুরুন্নবি সাহেবের পাশে আছি। ২০,০০০ লাইকের প্রত্যেকে যদি ১০০ টাকা করে দেয় তো কি হবে ভেবেছেন – (২০,০০০*১০০ = ২০,০০০০০) বিশ লাখ টাকা, বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে খুব সহজে প্রতিষ্ঠিত করে ফেলা যাবে। আর তা যদি নাও করা যায় – তো আসুন আমরা নুরুন্নবি সাহেবের মুক্তিযোদ্ধার ভাতা নিশ্চিত করার ব্যবস্থা করি – সরকার থেকে প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা দেয়া হয়, উনি যদি না জানেন তো ওনাকে জানাতে হবে, সাহায্য করতে হবে ঐ ভাতা প্রাপ্তিতে। আর উনি যদি পারিবারিকভাবে নিঃসঙ্গ হয়ে থাকেন তো অনেক বৃদ্ধাশ্রম আছে ওনাকে নিয়ে নিবে – কোন টাকাই লাগবেনা। আমি সব সেলিব্রেটি ভাই-বোনের কাছে অনুরোধ করবো – হিট হবার জন্য পোস্ট দিবেন ভাল কথা – এই হিটকে কাজে লাগান – আপনাদের জনপ্রিয়তার ক্ষমতা কাজে লাগান। দেখলাম না তো গণজাগরণের ইমরান সাহেব বা কতিপয় মুক্তিযোদ্ধা গবেষকগণ সারা দেশে ছড়িয়ে থাকা দুঃস্থ মুক্তিযোদ্ধাদের খোঁজ নিয়েছেন কিনা। আমি এই নগণ্য লোক আমি নেই – এখনও। আমি এই জন্য হিট আশা করিনা। সামাজিক কর্মী হিসেবে নিরবে কাজ করি। আপনারা যারা এই টাইপের দুঃস্থ মুক্তিযোদ্ধাদের খোঁজ জানেন তারা হিট বাড়াবার জন্য পোস্ট দানের পাশাপাশি তাঁদের জন্য কিছু করার চেষ্টা করেন, বেশির ভাগ মুক্তিযোদ্ধা অল্পশিক্ষিত – তাঁরা লোভে মুক্তিযুদ্ধ করেন নাই, তবে বর্তমান পরিস্থিতি ওনাদের হতাশা বাড়ায় স্বাভাবিক, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল আজ তারা প্রতিষ্ঠিত, জেলে যেয়েও স্যুপ খায়। যাদের ফাঁসি ঠেকাতে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাতি সংঘ থেকে অনুরোধ আসে। কোটি টাকা বিনিয়োগ হয়। আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান – আমি আমার পিতার শপথ নিয়ে বলছি – আপনাদের কারো সন্ধানে যদি দু;স্থ মুক্তিযোদ্ধার সন্ধান থাকে তো আমাকে জানান – আমি তাঁর জন্য আমার সাধ্যমত সব করবো। যদিও আমার লাখ লাখ ফলোয়ার নাই বা আমার পোস্টে ২০,০০০ (বিশ হাজার) লাইক আসবেনা। তবে আমি মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করবো। কেউ জানুক বা না জানুক, কেউ সাথে থাক বা না থাক। আরিফ ভাইয়ের মত যারা এই টাইপের পোস্ট দেন, তাঁরা অনুগ্রহপূর্বক সেই সব মুক্তিযোদ্ধার বিশদ বর্ণনা বা কিভাবে তাঁদের সাথে যোগাযোগ করা যায় এই টাইপের তথ্য দিলে ভাল হয়। আমি আশা করি আমার মত অনেকেই আছেন ওনাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান – ওনাদের নিয়ে রাজনীতি বা জনপ্রিয়তা প্রাপ্তির খেলা না খেলে ওনাদের জন্য আসুন কিছু করি।
Posted on: Sun, 21 Sep 2014 05:52:36 +0000

Recently Viewed Topics




© 2015