University News প্রায়শই কিছু - TopicsExpress



          

University News প্রায়শই কিছু উত্তম মানুষের মুখে শুনি, বাপরে! কি এমন campus ভর্তি হলাম রে, যার কিছুই ঠিক মত না— (উল্লেখ্য modern না) এমন মন্তব্য আমাদের ইবি campus নিয়ে। কিন্তু গভীরে গেলে দেখা যাবে এমন বাস্তবতা সৃষ্টির পিছনে আমাদেরই বিখ্যাত সব সৃষ্টি কর্ম। সবচেয়ে করুন বাস্তব চিত্র হল আমাদের campus bus যা আমাদের যেকোন সময় বিপদে ফেলতে পারে। এই campus এর ৭০% ছাত্র-ছাত্রী ঝিনাইদহ, কুষ্টিয়া, শৈলকূপা হতে প্রতিদিন কাঙ্খিত মেধা অর্জনের জন্য আসে। আমাদের দিকে জাতি, সমাজ যেমন তাকিয়ে, তেমনি তাকিয়ে রয়েছে আমাদের মা-বাবা। আমাদের মধ্যে অনেকেই আছি যারা মা-বাবার একমাত্র আশা-ভরসা। আমাদের জীবনটা যেমন আমাদের কাছে মূল্যবান তেমনি এই জাতি ও মা-বাবার কাছে ও। কিন্তু এই জীবনটাকে আমরা প্রতিদিন এক অনাকাঙ্খিত বিপদের মুখে ঠেলে দিচ্ছি। আল্লাহ না করুক, যার জন্য এত কিছু, সেটাই যে কিছু মানুষের উদাসিনতাই শেষ হতে পারে তা একবারও ভাবছি না। এত সড়ক দূর্ঘটনা কি আমাদের ভাবায় না, যার শিকার আমরা যেকোন সময় হতে পারি। মানছি দূর্ঘটনা হলে রুখা যায় না কিন্তু দূর্ঘটনার জন্য বেশী দায়ী বিষয় গুলোতে সচেতন হলে তা অনেক সময় সর্বোচ্চ ক্ষতি থেকে বাচায়। ঝিনাইদহ, কুষ্টিয়া, শৈলকুপা মিলে ৪০টির ও বেশী সরকারী-বেসরকারী বাস শিক্ষক, ছাত্র- ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারি যাতায়াতের জন্য ব্যাবহারিত হয়। যার বেশীর ভাগ গাড়িরই fitness নেই, সবচেয়ে বাস্তব সত্য অধিকাংশ চালকেরই ড্রাইভিং লাইন্সে নেই। এমনকি এই সকল গাড়ি প্রতিনিয়ত পথের মাঝে বিকল হয়ে থাকে যা অনেক সময় আমাদের ক্লাস, পরিক্ষায় বিপত্তি ঘঠায়। আমাদের প্রশাসন ও ছাত্রকল্যান সংগঠনের কথা কি বলব, ওরা তো ওদের জীবনটাকে দলীয় আর্দশে উৎসর্গ করেছে তাই এটা নিয়ে ওদের মাথা ব্যাথা থাকবে না এটাই স্বাভাবিক। কিন্তু যারা আমরা সাধারন, তাদেরও কি উচিৎ এটা এড়িয়ে চলা। না- কি আমরা ভয় পাই? যদি তাই হয়, তাহলে মনে রাখতে হবে বিপদ থেকে লুকায়ে বাঁচা যায় না বরং সাহসের সাথে দাড়ালে এর সমাধান হয়। ....... রুবেল হাসান, আইন বিভাগ......... 55 mins · Public
Posted on: Sun, 09 Nov 2014 03:32:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015