※☆ WWE এর ভবিষ্যৎ - TopicsExpress



          

※☆ WWE এর ভবিষ্যৎ ট্যালেন্ট ☆※ আজকে আমার পোস্ট NXT এর বর্তমান সময়ের ট্যালেন্ট ও WWE-এর ভবিষ্যৎ রেসলারদের নিয়ে। আজ আমি জানাবো Finn Balor সম্পর্কে। তার রেসলিং ক্যারিয়ারের ইতিহাস : Finn Balor এর আসল নাম Fergal Devitt. ১৯৮১ সালের ২৫ জুলাই আয়ারল্যান্ডের কান্ট্রি উইকলোতে জন্মগ্রহণ করে এই রেসলার। সে মূলত একজন আইরিশ আমেরিকান। ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) ও ১১০ পাউন্ডের (৮৬ কেজি) এই রেসলার দৈহিকভাবে ততটা বড় না হলেও মাতিয়ে এসেছে আন্তর্জাতিক রেসলিং কোম্পানিগুলো। NJPW (New Japan Pro Wrestling) তার মধ্যে অন্যতম। এই রেসলার তার ক্যারিয়ার শুরু করে ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে UK এর National Wrestling Alliance (NWA) এর হয়ে। এইখানে সে প্রথম রেসলিং-এর ট্রেনিং নেয়। মাত্র ২০ বছর বয়সে NWA Ireland নামে সে নিজে রেসলিং কোম্পানি চালু করে। এখানে অনেক রেসলাদের ট্রেইন করে যার মধ্যে Becky Lynch (NXT) অন্যতম। এরপর তার পার্ফরমেন্স এতই ভাল ছিল যে তাকে MWF এ খেলার জন্য Invite করা হয়। ২০০৫ সালে Millennium Wrestling Federation (MWF) এর হয়ে তার অভিষেক হয়। এইখানে তার পারফর্মেন্স দেখে তাকে জাপানিজ রেসলিং-এ ট্রেইন করার জন্য Invite করা হয়। ২০০৬-সালে Devitt ডেব্যু করে NJPW (New Japan Pro Wrestling) এ Prince Devitt রিং-নেইম নিয়ে। কারন জাপানের মানুষ তার আসল নাম উচ্চারন করতে পারতো না। এরপর সে Pegasus Kid 2 রিং-নেইম নিয়ে খেলতে থাকে। 2 ব্যবহার করার কারন হলো লিজেন্ডারি রেসলার Chris Benoit এর নাম ছিল Pegasus Kid. এইখানে সে ফেস-হিল দুই ক্যারেক্টারেই ছিল জনপ্রিয়। কারন সে তার চরিত্র ফুটিয়ে তুলতে পারতো। সে অনেক Stable/দলের এর হয়ে খেলছে (CTU, Rise, Apollo 55). ২০১৩ সালে সে Bloody Heel ও রেসলিং ইতিহাসের অন্যতম শক্তিশালী গ্রুপ/দল Bullet Club এ যুক্ত হয়। ২০১৪ সালে সে WWE এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। সে তার শরীরে Body Paint ব্যবহার করতে পছন্দ করে। সে কমিক্স পড়তে পছন্দ করে ফলে তার শরীরের বেশিরভাগ Body Paint তাদের ক্যারেক্টারের ভিত্তিতে তৈরী করা। তার আদর্শ এবং ফেভারিট রেসলার Shawn Michaels.ল, British Bulldog ও Mr. Perfect. ছোটকালে সে IBF সাবমিশন রেসলিং এ ১ম ডিগ্রীর ব্ল্যাক বেল্ট অর্জন করে। তার নিকনেইমগুলো হচ্ছে : Irish Young Gun, Irish Captor, Real Rock n Rolla, Real Shooter. NXT ও WWE-তে Devitt এর কয়েকটি মুভ ব্যান করা হয়েছে। এর মধ্যে Brainbuster, Vertical Drop DDT, Bloody Sunday অন্যতম। PG Era-র জন্য এইসব বিপজ্জনক মুভ ব্যান করা হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে Foot Stomp ব্যবহারে অনুমতি দেয়া হয়েছে। নিম্নে তার গিমিক অনুসারে Finisher-এর নাম দেয়া হলো : ▶Finn Balor : Diving Double Foot Stomp ▶Prince Devitt : Bloody Sunday, Devitts End, Brainbuster, Shingata Princes Throne, Reverse Bloody Sunday, Princes Throne. → লাইক দিয়ে একটিভ থাকুন। >
Posted on: Sun, 14 Dec 2014 04:10:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015