What is Absolute Truth বা শর্তহীন - TopicsExpress



          

What is Absolute Truth বা শর্তহীন পূর্ন সত্য কি? ================================= Part one লাইব্রেরীতে ফিলসফির কয়েকটা বই খুঁজতে খুঁজতে হঠাৎ করেই গান্ধীয়ান ফিলসফি ওপরে লেখা একটা বই হাতে এলো - এমনি কৌতূহলী হয়ে পাতা উল্টোচ্ছিলাম - চোখে পড়ে গেল গান্ধীজীর একটা উক্তি, একজায়গায় উনি বলেছেন এত দিন আমি ভাবতাম, ভগবানই একমাত্র সত্য , কিন্তু এখন আমি সবিশ্বাসে বুঝতে পারছি যে সত্য ই একমাত্র ভগবান । খুব অবাক হয়ে ভাবছিলাম, অত বড় মাপের একজন মানুষ, এত আত্মবিশ্বাসের সঙ্গে এই ধরনের একটা কথা বলছেন, যেটা which, to put it mildly, is incompatible with the very concept of truth, from the standpoint of Philosophy, Psychology and perhaps, as well as Theology. Gandhian Philosophy সম্বন্ধে যারা ওয়াকিবহাল, যারা গান্ধীর কথা জানেন বা পড়েছেন, তাঁরা দয়া করে কিছু বলুন - তাঁদের মতামত অতিশয় কাম্য। শিবাজীর ( শিবাজী লাহিড়ী ) সঙ্গে কয়েটা দিন আগে এইরকম একটা আলোচনা হচ্ছিলো, বিষয়টা ছিল Mathematical Truth - is it absolute ? আমি সাধারনত অঙ্কের থেকে সাত হাত দূরে থাকি, কিন্তু শিবাজী ওর বিচারবুদ্ধিসম্পন্ন গভীর জ্ঞান আর অদ্ভুত কুশলী আত্মবিশ্বাস দিয়ে আমাকে আস্তে আস্তে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে ও একটা Math expression টাইপ করে আমাকে তার উত্তরটা বলতে বললো - এবং as usual, আমি বললাম জানি না - এর উত্তরে ও বললো - শুধু তুই কেন? পৃথিবীর কেউ এই expression টার উত্তর জানে না - এবং এর পর থেকেই নাকি imaginary numbers এর শুরু (শিবাজী ভুল হলে একটু ঠিক করে দিও আমাকে) । এর পর আমার পড়ে যাওয়া ইত্যাদি কিছু unfortunate ঘটনার জন্যে আমাদের আলোচনাটা এখনো শেষ হয়নি, তবে আগামীতে হবে বলে আশা রাখি। শিবাজী এত সুন্দর করে বোঝাচ্ছিল - আমার মনে হয়েছিল ব্যাপারটা মোটামুটি সোজা - মানে আমি, আমার মোটা মাথায়, যখন একটু একটু বুঝতে পারছি তখন তো সোজাই হবে। গুগল্‌ করলাম - পেলামও কয়েটা আর্টিকেল - তার একটা থেকে একটু তুলে দিচ্ছি : IN ALGEBRA, we want to be able to say that every polynomial equation has a solution; specifically, this one: x2 + 1 = 0. That implies, x2 = −1. But there is no real number whose square is negative. (Lesson 13.) Therefore, we invent a number -- a complex or imaginary number -- and we call it i. i2 = −1. That is the defining property of the complex unit i. Its square is negative. In other words, i = . The complex number i is purely algebraic. That is, we call it a number because it will obey all the rules we normally associate with a number. We may add it, subtract it, multiply it, and so on. The complex number i turns out to be extremely useful in mathematics and physics. Example 1. 3i• 4i = 12i2 = 12(−1) = −12. Example 2. −5i• 6i = −30i2 = 30. We see, then, that the factor i2 changes the sign of a product. এইটা পড়ে কেউ না কেউ তো, কিছু না কিছু বুঝেছেন, কিন্তু আমি এইটা পড়তে গিয়ে একটা বিরাট আবিষ্কার করে ফেললাম - শিবাজীর কাছে করজোড়ে মাপ চেয়ে বলছি, এই ইমাজিনারী নম্বর এর চেয়ে ভাল ঘুমের ওষুধ আর হয় না - যতবার পড়বো বলে শুরু করেছি, এক লাইন, দু লাইন, তিন লাইনেই কাৎ - গভীর ঘুম। প্রসঙ্গে ফিরে আসি, আমার মনে হল, Arithmetical Truths আর Geometrical Truths খুঁজতে গিয়ে মানে, সত্য খুঁজতে গিয়ে, even in the realm of mathematics, we have to transpire unto Imaginary numbers - সত্য খুঁজতে এই অঙ্কের জগতেও কাল্পনিক সংখ্যার সাহায্য নিতে হচ্ছে। (ঠিক বললাম তো শিবাজী বাবু? )। এই perspective থেকে আমরা assume করতে পারি যে অঙ্কের হিসেবেও absolute truth খুজতে কল্পিত সংখ্যার সাহায্য নিতে হয় - তাহলে এটা ধরে নেওয়া যায় যে শর্তহীন এবং পূর্ন সত্য এর অস্তিত্ত নেই - অন্তত অঙ্কের জগতে নেই? আমি জানি শিবাজী সহ অনেকেরই প্রতিবাদ করে কিছু বলার আছে বা থাকতেই পারে - এবং সেইটাই আমার এই লেখার একমাত্র উদ্দেশ্য। আইনগত ভাবে “the truth, the whole truth, and nothing but the truth.” এই statement টা মেনে নিয়েও তার মধ্যেই অনেকটা ছাড় দেওয়া আছে a certain leniency was applied to this definition because of the elusive nature of a truth - তার মানে এখানেও মেনে নেওয়া হচ্ছে যে সম্পুর্ন সত্য এই ধারনাটার by definition কোন অস্তিত্ত নেই। এছাড়া আমরা আরও কয়েক রকম সত্য এর কথা উল্লেখ করতে পারি যেমন ধরুন :- 1. Synthetic Truths 2. Ethical Truths 3. Forensic Truth 4. Personal or Narrative Truth 5. Social Truth 6. Reconciliatory or “Healing” Truth 7. Personal Truth or subjective Truth. 8. Social Truth 9. Human Truth ( 7, 8 and 9 falls into my area of study.) আর শেষমেশ 10. Universal Truth। আরেক রকম সত্য আছে যেটা কোন একটা ধর্মের নিজস্ব বিশ্বাস এর উপর নির্ভর করে। প্রায় প্রত্যেক ধর্মেই সত্য নিরূপণের জন্য তাদের নিজস্ব ধর্মগ্রন্থ এর উপর নির্ভর করে - Most religions rely upon some writing or collections of writings that express their beliefs, behaviors, expectations and punishments. Christians have the Bible; the Muslims have the Koran, the Jews the Tanakh and the Talmud. Along with those just mentioned, the Buddhist and Hindu writings date back many centuries. এই বইগুলিকে Book of Truth বলা যেতেই পারে। চলবে ->
Posted on: Fri, 23 Jan 2015 08:33:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015