অতীতকে এবং বিরোধীদের - TopicsExpress



          

অতীতকে এবং বিরোধীদের নিশ্চিহ্ন করার আগ্রাসী প্রয়াস স্বৈরাতন্ত্রের প্রথম চিরন্তন ঐতিহাসিক প্রচেষ্টা । * “At the beginning of the Administration, General Pinochet declared that he would remain in power until the last vestige of democratic system had been erased from the memory of the new generation. It didn’t occur to him that his own regime may be wiped out someday instead. Not long ago exasperated by the courage of boys who would fight the riot police with nothing more than stones and who plot to reestablishment a system they have never known firsthand, General Pinochet declared that the younger generation is fighting against him only because it has no conception of what democracy of Chili was like.” – CLANDESTINE IN CHILI – Gabriel Garcia Marquez. * “জেনারেল পিনোচেত তার শাসন শুরু করার সময় ঘোষণা করেছিল, গণতান্ত্রীক শাসন ব্যবস্হার শেষ চিহ্নটুকুও নতুন প্রজন্মের স্মৃতি থেকে না মুছে যাওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন । তার মনেই হয় নি, এর বিপরীতে, তার শাসন ব্যবস্হাই একদিন উবে যেতে পারে । বেশি দিন নয়, দাঙ্গা দমনকারী পুলিশের সঙ্গে শুধু পাথর নিয়ে ছেলেগুলো লড়াই শুরু করল, আর যে শাসন ব্যবস্হাকে তারা দেখেওনি তাকেই ফিরিয়ে আনার পরিকল্পনা করল । ওদের সেই দুঃসাহসে বিচলিত হয়ে জেনারেল পিনোচেত ঘোষণা করল, তরুণ প্রজন্ম তার সাথে লড়াই করছে কারণ তাদের কোন ধারণাই নেই চিলিতে গণতন্ত্রের চেহারা কেমন ছিল ।“ – ভাষান্তর বুদ্ধদেব ভট্টাচার্য (চিলিতে গোপনে) । * আজ গণতন্ত্রের শেষ চিহ্নটুকুও নতুন প্রজন্মের স্মৃতি থেকে মুছে দেবার প্রচেষ্টা চলছে । আরাবুল-রাজের সাথে চেতনা সমৃদ্ধ বাংলার মেরুদন্ডের মরণজয়ী লড়াই চলছে ।
Posted on: Sun, 10 Aug 2014 15:18:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015