অবশেষে ভোটার তালিকা থেকে - TopicsExpress



          

অবশেষে ভোটার তালিকা থেকে মানবতা বিরোধী অপরাধে অপরাধীদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । কল্পনা করতে অবাক লাগে স্বাধীনতার পর ৪২ বছর অপেক্ষা করতে হল আমাদেরকে এই শুভ দিনটির জন্য । এখন একটাই শান্তি - আমার বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল যারা , তারা আমার প্রিয় দেশটির রাষ্ট্রক্ষমতায় আর অংশগ্রহণ করতে পারবে না ।৪২ বছর পর হলেও ৩০ লাখ শহীদ আর ২ লাখ বীরাঙ্গনার বাংলার রাষ্ট্রীয় সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় নির্বাচন থেকে মানবতাবিরোধী অপরাধীদের অপসারণ করতে সক্ষম হয়েছি আমরা । যারা স্বাধীন বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল , নির্দ্বিধায় খুন করেছিল সদ্য জন্ম নেয়া শিশু থেকে শুরু করে শতবর্ষী বৃদ্ধ কে পর্যন্ত , যারা পাক হানাদার দের চিনিয়ে দিয়েছিল এদেশের স্বাধীনতাপ্রেমী মানুষের ঠিকানা , যারা পাকিস্তানিদের সাথে না থাকলে কোনোদিনও আমরা হারাতাম না ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা , আলতাফ মাহমুদ , মুনীর চৌধুরী , মোফাজ্জল হায়দার চৌধুরী কিংবা শহীদ রুমী - বদি - আজাদ - জুয়েল এর মত অকুতোভয় তরুণ প্রাণগুলিকে , সেই কুলাঙ্গারদেরকে স্বাধীন বাংলার রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত করার পথে হাঁটছি আমরা অবশেষে , ৪২ বছর পর হলেও । বাংলা মাকে ধর্ষণ করে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল যে নরপিশাচগুলো , বীরাঙ্গনার শাড়ি আজ ফাঁসির দড়ি হয়ে প্রতিশোধ নিচ্ছে তাদের উপর । স্বাধীনতার পর ৪২ টি বছর ধরে স্বাধীন বাংলার মাটিতে চলা রাজাকারের আস্ফালন প্রতিহত করার পথে যুদ্ধাপরাধীদের পার্লামেন্টের সদস্য হওয়া এবং ভোট দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপকে অনেক বড় একটা পদক্ষেপ বলে আমি মনে করি । বাংলা মা , তুমি দেখ - আমরা তোমার বুকে রাজাকারের দম্ভ মেনে নেইনি । মা , হয়তো চারটি দশক পার হয়ে গেছে পাকিস্তানি হানাদারদের থেকে মুক্তির পর -মা , তোমার অশ্রু এতদিন মুছিয়ে দিতে পারিনি আমরা অক্ষম সন্তানেরা - স্বাধীন বাংলাদেশের বিরোধিতা কারীরা স্বাধীন বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করেছে , রাষ্ট্রক্ষমতায় গিয়েছে - আর বীর মুক্তিযোদ্ধারা এক বুক হতাশা নিয়ে হারিয়ে গেছেন সবার চোখের অন্তরালে । মা , বিশ্বাস করো - আর ওরা নির্বাচনে অংশ নিতে বা ভোট দিতে পারবে না । মা , বিশ্বাস করো - তোমার ধর্ষণকারীরা তোমার বুকে তোমার বীর সন্তানের রক্তে ভেজা পতাকা উড়িয়ে আর ঘুরতে পারবে না । মা, আমরা কিন্তু সেই অমর স্লোগান "জয় বাংলা , জয় বঙ্গবন্ধু" ভুলে যাইনি । বুকের মাঝে যখন তখন বেজে ওঠে সেই প্রিয় গান - "আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি। " জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় তারুণ্য , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার....
Posted on: Wed, 24 Jul 2013 12:30:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015