অর্থহীন ভাবনাগুলো - TopicsExpress



          

অর্থহীন ভাবনাগুলো ডানপিটে কিশোরকে তাড়া করে ফেরে ইনসমোনিয়া আক্রান্ত কোন এক দলছুট বোহেমিয়ানের মত । তার কল্পনার দেবকল্পে কান পেতে জলের গান শোনে কোন এক নগর বাউল । শহরতলীর মেঘদলেরা আর কিছু লক্ষীছাড়া শঙ্খচিল মহীনের ঘোড়াগুলির মত ভূমি থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ছুটে বেড়ায় । পৃথিবী আর ছায়াপথের মাঝে পরে থাকে অর্বাচীন কালপুরুষের ফসিলস আর একটি শিরোনামহীন চিরকুট ! “You know love runs blind knowing that, may be no feedback will come out but miles to go till our souls are alive !” #25_bangla_bands_
Posted on: Sat, 09 Aug 2014 16:28:13 +0000

Trending Topics



gin-left:0px; min-height:30px;"> ENSÉÑAME (15/Ago/2013) Enséñame el camino que yace oculto en
*sigh* It is highly unlikely that you will get Ebola from someone

Recently Viewed Topics




© 2015