অসাধারণ ঘটনা সবাই একবার - TopicsExpress



          

অসাধারণ ঘটনা সবাই একবার পড়ে দেখুন - . একদিন এক ইহুদী, একজন অলির দরবারে এসে জিজ্ঞাসা করলো, যখন আমরা আমাদের উপাসনা করি, তখন আমাদের খেয়াল অন্যদিকে যায় না, এমনকি মনে কোন প্রকার ওসওয়াসার সৃষ্টি ও হয়না এমনকি শয়তানি চিন্তা ভুলেও ধারে কাছেও আসে না। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি, . আপনারা যখন নামায আদায় করেন, তখন আপনাদের ইবাদতের সময় অনেক ধরনের খেয়াল আসে। এইটা কেন ??? . তার উত্তরে ঐ আল্লাহর অলি তাকে জবাব দিলেন - মনে করুন দুইটি ঘর, একটা ঘর হল খালি, আর অপরটা হীরা দ্বারা পরিপূর্ণ। এখন বলুন দেখি, চোর কোন ঘরের ভিতরে চুরি করতে আসবে ? . উত্তরে ইহুদী বলল- অবশ্যই যে ঘরে হীরা আছে সে ঘরে। এবার সেই অলি তাকে বললেন কাফির এবং মুসলমানের অন্তরের অবস্থা হলো এরকমই। . যার কাছে শুরু থেকেই ঈমান নাই, সেখানে শয়তান কি চুরি করতে আসবে ? . আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন .......আমিন . Post= বিমূর্ত শাকির (খেলা-ধুলা)
Posted on: Fri, 19 Dec 2014 15:46:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015