অ্যানাটমি অফ এফসিপিএস - TopicsExpress



          

অ্যানাটমি অফ এফসিপিএস পার্ট ১ রেজাল্ট, জুলাই-২০১৩ আমার মেডিকেল অ্যাডমিশন কোচিং এর ক্লাসে গত কয়েকদিন আগে একবার ছাত্র-ছাত্রীদের জিজ্ঞেস করেছিলাম – পিচ্চিরা, বলত অক্ষর দ্বারা ভেক্টর প্রকাশের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? অপশন – a) A b) A c) A d) A f) A g) half arrow on A অধিকাংশ পিচ্চি এ, বি আর ডি অপশন কে সঠিক বলে রায় দিয়েছিল আর বাকি তিনটিকে ভুল বলেছিল। ওদের বললাম, সবকয়টিই সঠিক। ওদের চোখ বড় বড় হয়ে গেল। আমি বললাম, সঠিক বেঠিক নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তোমাদের সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ করা হলে এখানে ৩ টি সঠিক অপশন বেঠিক হয়ে যায়, কেননা সঠিক বেঠিক, যোগ্য অযোগ্য নির্বাচনের জন্য গণতন্ত্রটাই একটা ফালতু সিস্টেম। সঠিক আর যোগ্য মানুষ নির্বাচন করার জন্য নির্বাচন পদ্ধতিটিকে ও সঠিক আর আর যোগ্য হতে হয়। নির্বাচন পদ্ধতি সঠিক আর যোগ্য না হলে সেই নির্বাচন প্রক্রিয়া থেকে সঠিক আর যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারেনা। গণতন্ত্র তখনই প্রযোজ্য হয়, যখন জনগণের প্রত্যেকেই হয় শিক্ষিত, সচেতন ও সঠিক প্রার্থী নির্বাচিত করার জন্য সমর্থ। উপরের উদাহরণে আমার সব ছাত্র-ছাত্রী জ্ঞানী হলে (অর্থাৎ অক্ষর দ্বারা ভেক্টর প্রকাশের রীতির খুঁটিনাটি তারা জানলে) তারা সব কটি সঠিক অপশনকে নির্বাচিত করতে সমর্থ হত। তখন সঠিক হওয়ার পর ও A A Half arrow on A এই তিনটি যোগ্য অপশনকে বাদ পড়তে হত না। কিন্তু যেহেতু জনগণ অশিক্ষিত আর তাদের জন্য গণতন্ত্র যোগ্য প্রার্থী নির্বাচনের অনুপযুক্ত পদ্ধতি, তাই গন্তান্ত্রিক পদ্ধতিতে সঠিক সিদ্ধান্ত আসার দূরতম কোন সম্ভাবনা নেই। ধান ভানতে শিবের গীত গাচ্ছি না। বলতে চাচ্ছি, এফসিপিএস এর পরীক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা অতীতের যেকোনো সময়কে হার মানিয়েছে। প্রশ্নের মান এত বাজে হচ্ছে যেখানে অনেক যোগ্য মেধাবী বাদ পড়ে যাচ্ছে, আবার অনেকে ফাঁকতালে পাশ করে যাচ্ছে। আমি তত্ত্বীয় কোন কথা বলব না, পরের স্ট্যাটাসে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কীভাবে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে।
Posted on: Sun, 07 Jul 2013 00:31:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015