আওয়ামী লীগের নির্বাচন - TopicsExpress



          

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কামিটি সূত্রে প্রাপ্ত তালিকা অনুযায়ী আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্যদের বাদ দিয়ে নতুন করে যাদের দেয়া হচ্ছে তারা হচ্ছেন পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়ীদ, চাঁদপুর-৩ সুজিত রায় নন্দী, ময়মনসিংহ-৩ আলী আহমদ খান পাঠান সেলভী, চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, যশোর-২ এবিএম আহসানুল হক, সাতক্ষীরা-৩ লে. কর্নেল (অব.) জামায়েত আলী, ফরিদপুর-৩ সায়মা হোসেন পুতুল, দিনাজপুর-৪ মিজানুর রহমান মানু, মৌলভীবাজার-৪ রনধীর দেব, ঠাকুরগাঁও-১ এ্যাডভেকেট ইন্দ্র নাথ রায়, ঢাকা-১৮ হাবীব হাসান, রাজশাহী-১ মতিউর রহমান, সিলেট-১ বদর উদ্দিন আহমেদ কামরান, ময়মনসিংহ-১০ এ্যাডভেকেট কাওছার আহমেদ, খুলনা-৫ প্রফেসর ড. মো. মাহাবুব উল ইসলাম, শেরপুর-৩ এসএম ওয়ারেছ নাইম, বগুড়া-১ ড. সিদ্দিকুর রহমান, শরীয়তপুর-১ আ. রব মুন্সি, বরিশাল-২ আবুল হাসনাত আব্দুল্লাহ, সুনামগঞ্জ-১ এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, মেহেরপুর-১ ফরহাদ হোসেন, নেত্রকোনা-২ শামছুর রহমান লিটন, নেত্রকোনা-৩ ইফতেখার উদ্দিন খান, কুষ্টিয়া-১ এ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশা, ময়মনসিংহ-১১ কাজিমুদ্দিন আহমেদ ধনু, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, গাইবান্ধা-২ সৈয়দ শামছুল আলম হিরু,পাবনা-৩ এ্যাডভেকেট শাখাওয়াত হোসেন, রংপুর-৬ শেখ হাসিনা/সজীব ওয়াজেদ জয়, নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্ল্যাহ, রাজশাহী-৫ জিএম হিরা বাচ্চু, টাংগাইল-২ আশরাফুজ্জামান স্মৃতি, পাবনা-৫ ইদ্রিস আলী বিশ্বাস, ঝিনাইদহ-৩ মো. সাজ্জাতুল জুম্মা, সিরাজগঞ্জ-৩ আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৪ সেলিনা মির্জা মুক্তি, বাগেরহাট-২ শেখ হেলাল উদ্দিন, নীলফামারী-৪ মাহফুজার রহমান, সাতক্ষীরা-১ এ বি এম নজরুল ইসলাম, কুড়িগ্রাম-৪ মজিবুর রহমান বঙ্গবাসী, নড়াইল-২ এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, হবিগঞ্জ-১ শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী), ঢাকা-৪ ড. আওলাদ হোসেন, কুমিল্লা-১০ ড. কামরুজ্জামান, ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন, যশোর-৩ শাহীন চাকলাদার, মানিকগঞ্জ-১ নাইমুর রহমান দুর্জয়, ঢাকা-৬ আলহাজ্ব সাইদ খোকন, টাঙ্গাইল-৮ আব্দুল মালেক মিয়া, চট্টগ্রাম-১০ খোরশেদ আলম সুজন, চাঁদপুর-২ মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, কক্সাবাজার-৪ অধ্যাপক হামিদুল হক চৌধুরী, কুমিল্লা-৮ আব্দুল হাকিম, মুন্সিগঞ্জ-২ ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, দিনাজপুর-৬ শিবলী সাদিক, চুয়াডাঙ্গা-১ আজিজুল ইসলাম আজাদ, হবিগঞ্জ-৩ ড. রেজা কিবরিয়া, মুন্সিগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ, পঞ্চগড়-১ আলহাজ্ব মনির হোসেন, রাজশাহী-৩ মোহাম্মদ আলী, সুনামগঞ্জ-৪ নুরুল হুদা মুকুট, চাঁপাইনবাবগঞ্জ-৩ মাহামুদুর রহমান বেনজু, নেত্রকোণা-৪ শফি আহমেদ, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, পিরোজপুর-১ এ্যঅডভোকেট শ.ম. রেজাউল করীম, নওগাঁ-৩ এ্যাডভোকেট হারুন অর রশীদ, পিরোজপুর-৩ সাদেকুর রহমান, ভোলা-৩ মেজর (অব.) জসিম উদ্দিন, বগুড়া-৫ মজিবুর রহমান মজনু, মুন্সিগঞ্জ-৩ মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম-১১ শামসুজ্জামান চৌধুরী, কুষ্টিয়া-৪ আব্দুর রউফ।
Posted on: Tue, 29 Oct 2013 18:31:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015