আজ তোমাদের একটা অদ্ভুত love - TopicsExpress



          

আজ তোমাদের একটা অদ্ভুত love story শুনাবো:- শাওন ও রুম্পা(নাম গুলো real নয়) রুম্পা চট্টগ্রামের আগ্রাবাদে থাকে আর শাওন ফিরোজশাহ। ছেলেটা চট্টগ্রাম কমার্স কলেজে পড়ত, মেয়েটা আগ্রাবাদ মহিলা কলেজে,,,,অসঙ্গত কারনেই ওদের প্রতিদিন দেখা হয়ে যেত। মাঝে মাঝে চোখে চোখ পড়ত,কিছুদিন পর একজন আরেক জনকে পিছু ফিরে দেখত,,,,,,,ছেলেটা একদিন সাহস করে hi,,,,,,,দিল। মেয়েটাতো আনন্দে আত্বহারা,ছেলেটা কিছু না বলে নাম্বার চাইল,,,,,! রাতে call করল,অনেকক্ষন কথা হল,,,,,ছেলেটা বলল ভয়ে তখন আমি আপনাকে কিছু বলতে পারিনি,,,,মেয়েটা বলল আপনি এত বড় হয়েও ভয় পান,,,,!!!!! ওই অনেক দুষ্টামি করল ওরা দুজন,,,,!!!! এরপর দিন Friday ছিল, campus off,,,,!!! এভাবে phn-a কথা,দেখা করা,কথা বলা,ঘুরতে যাওয়া,,,,,,,অবশেষে relation হয়ে গেল,,,,!!! দুজন দুজনকে প্রচন্ড love করত,,,,,,,,! দু family জানার পর শুরু হল ঝগড়া,মেয়েদের তুলনায় ছেলেরা তেমন ধনী ছিল না,,,,,,তাই ছেলেটা মেয়েটার থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল,,,,,একসময় মেয়েটার call-ও ছেলেটা receive করা off করে দিল,,,,কিন্তু ছেলেটা মেয়েটাকে অনেক love করত যার কারনে ছেলেটা চাইত যে মেয়েটা সুখে থাকুক,,,,!!!! একদিন রাত ৪টায় ছেলেটা মেয়েটাকে call করল,ring পড়ার সাথে সাথে receive,,,,,,ছেলেটাতো অবাক,,,,,,,! তুমি ঘুমাওনি,,,,,!!!! ছেলেটা খুব বুঝিয়ে বলল আমাকে মাফ কর আর আমাকে ভুলে যাও,,,,,,,,মেয়েটি কোন কথা বলল না,,,,,বলল কাল সকালে আমাদের বাসার নীচে আসবা plz,,,,,,,,,,,! ছেলেটা রাজি হল,,,,,,,! পরদিন সকালে বাসার নীচে আসল আর মেয়েটি পাঁচ তলার উপরে দাড়িয়ে ছেলেটিকে call করল,,,,!!!! বলল খুব love করি তোমাকে,,,,,,! এই বলে মেয়েটি উপর থেকে লাফিয়ে পড়ল,,,,,,মরে গেল মেয়েটি,,,,! ছেলেটি দৌরে মেয়েটির কাছে গেল,,,,,,একটা সিগারেট ধরাল এবং একটা রিক্সা নিয়ে চলে গেল,,,,!!!!! মানুষ জড় হল,মেয়েটিকে মেডিক্যালে নিয়ে যাওয়া হল,,,,,তার আগেই তো মেয়েটি মারা গিয়েছিল,,,!!!!!! পরে খবর নিয়ে জানা যায় ছেলেটি পাগল হয়ে গেছে.........!!!!!! ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,, real love এর শেষ পরিনতি কি এমন-ই,,,,,??????? Good Night
Posted on: Thu, 04 Sep 2014 16:46:55 +0000

Trending Topics



div class="sttext" style="margin-left:0px; min-height:30px;"> my client been in the hospital for almost a week now. the doctors
Were riding on the City of New Orleans with Chris Smither and
Wed. July 3, 2013 THE WONDERS OF CREATION (2) Psalms 104:1-12 KEY
Fighting Fish by Dessa has been on continuous repeat for
Last night I had a meal I could never forget, at Dining at the

Recently Viewed Topics




© 2015