আজ মন টা ভিষণ খারাপ রনির। - TopicsExpress



          

আজ মন টা ভিষণ খারাপ রনির। অন্যদিন ও রনির মন খারাপ হয়, কিন্তু আজকের কথা আলাদা। আজ রনি তার সবথেকে কাছের মানুষের কাছে কষ্ট পেয়েছে। যে মানুষটা গত এক টা বছর সব কষ্ট থেকে আড়াল করে রেখেছে সেই মানুষটাই আজ রনি কে কাদিয়েছে। কি করে পারলো অনা রনিকে এত কষ্ট দিতে ? রনি এক Private ভার্সিটি তে Undergraduate এর ছাত্র। তখন রনি সবে ৩য় সেমিস্টারে, অনলাইন এর কল্যানে অনা-র সাথে পরিচয় হয় রনির। রনি তখন নষ্টের পথে। মেয়েদের সাথে প্রতারনা,নেশা, অকারনে ঝগড়া সহ এমন কোন খারাপ কাজ নেই যা রনি করেনা। রনির Family বলতে বাবা,ছোট ভাই আর ছোট বোন। তারা সবাই গ্রামে থাকে তাই রনিকে শাসন করার মত কেউ নেই। এমন সময়ে অনা-র আগমন। রনি প্লে-বয় হলেও অনা কে ঠকানোর পরিকল্পনা তার কোন দিন ই ছিলনা। মন থেকে ভালোবাসতো রনি অনা-কে। আর এই অনা ই নষ্ট রনি কে একজন মানুষ বানিয়েছে। আর কারনে অকারনে রনি দিন এর পর দিন কাদিয়েছে অনা-কে। অনা রনির থেকে দুই বছরের বড়,কিন্তু অনা বা রনি কার কাছেই এটা কোন চিন্তার বিষয় না। রনির মা যখন মারা যায়,রনির বয়স তখন ৭ অথবা ৮। তখন থেকে বলতে গেলে রনি একাই বড় হয়েছে। বলার মত কোন বন্ধু ছিলোনা রনির। অনার সাথে পরিচয় এর পর রনি তার জীবনে একটা গন্তব্য পেয়েছে। এখন খুব বাচতে ইচ্ছা করে রনির। অনার হাত ধরে পার করে দিতে ইচ্ছা করে যুগের পর যুগ। রনি নিজের থেকে বহুগুন বেশি ভালবাসে অনা কে। তার পর ও সে অনাকে কেন এত কষ্ট দেয় সে নিজেই জানেনা। ঘটনার শুরু গতকাল থেকে। সকাল থেকে মান অভিমান চলছিল। রাতেও এই অবস্থায় চলছিল। হতাৎ রনির মনে পরল রনি শেষবার অনা- কে কি বলে ফিরিয়েছিলো। রনি Promise করেছিল যে অনা-কে আর কাদাবেনা। যদী কাদায় তাহলে রনি নিজেই চলে যাবে অনার জীবন থেকে। রনি ঠিক করলো অনাকে আর কাদাবেনা সে। কাদানোর কোন সুযোগ ও রাখবেনা আর। রনি ফোন দেয় অনা কে। অনা: হ্যালো ? রনি: তোমাকে কিছু কথা বলবো। অনা: বল ? রনি: তোমার মনে আছে শেষবার যখন আমাদের ব্রেক আপ হয় আমি কি বলে তোমাকে ফিরিয়েছিলাম ? অনা: হু। রনি: আমি চলে যাচ্ছি অনা। অনা: পাগলামি করোনা,আমার এখন ফান ভালোলাগছেনা। রনি: আমি সিরিয়াস। অনা: ওকে যাও, আর কখ্খনো আসবানা আমার লাইফে। অনা কেদে দেয়, কিন্তু অনার কান্নার অর্থ রনি বুঝেনা। রনি শুধু বুঝে অনার মুখের কথা। সেটা ফান হোক আর রাগ করে হোক,রনির কিছু যায় আসেনা। রনি: হ্যা, আর কখনও আসবনা। অনা: .।(কান্নার শব্দ শুনা যায়। ) রনি কিছু না বললেও অনা ঠিক ই তা বুঝে নেয়, কিন্তু রনি ঠিক তার বিপরিত। মন এর কথা রনির মাথায় ঢুকেনা, মুখের কথায় তার কাছে সহজব্দ্দ্হ । রনি: আমি রাখি, bye. অনা:... রনি: ... অনা: ... রনি: ... দেড় মিনিট নিরবতার পর ফোন রেখে দেয় রনি। সে ভেবে পায়না কি করবে এখন। রনি জানে অনাকে ছারা বাচা তার পক্খে অসমভব। রনির ভিষন রাগ হচ্ছে নিজের উপর। কেন সে পারেনা ঐ মানুষ টা কে হ্যাপি রাখতে ? সে ব্লেড খোজে, অনাকে Promise করছিল সে এই কাজ আর কোনদিন করবেনা সে। কিন্তু রাগ উঠলে রনির কিছুই খেয়াল থাকেনা। এই কাজ টা করতেই হবে রনির। করতেই হবে। অনা চিৎকার করে কাদছে, এই মানুষটা কেনো তাকে বুঝেনা? আর কতো কষ্ট দিলে এই মানুষটা শান্তি পাবে ? কিন্তু এখন আর কাদার সময় নেই। দেরি হয়ে গেলেই পাগলটা কিছু একটা করে বসবে। চোখ মুছে ফোনটা হাত এ তুলে নেয় অনা। এখখুনি ফোন দিতে হবে পাগলটা কে। দেরি করা যাবেনা একদম। অনা দেরি করে ফেলেছে। পাগল টা আবার হাত কেটে ফেলেছে। অনা আর চুপ থাকতে পারেনা। এবার ফোনেই শব্দ করে কেদে দেয়। নিজেই নিজেকে শান্ত করে রনিকে পাঠায় ব্যান্ডেজ করাতে। তারপর রনিকে ঘুম পারিয়ে নিজে জেগে থাকে সারারাত। এভাবে আর কত ? আর কত সহ্য করতে হবে ? আর কত কাদতে হবে ঐ অবুঝ মানুষটার জন্য? সকাল থেকে অনা ফোন রিসিভ করছেনা। সেই ৭:৩০ থেকে ফোন করছে রনি। আর এখন বাজে ৯:০০ টা। অনা কি এখনো রেগে আছে ? নাকি কোন Problem হয়েছে অনার ? এসব ভাবতে ভাবতেই একটা SMS আসে রনির ফোনে। অনার মেসেজ দেখে ঝটপট ওপেন করে রনি। Amake R Phn Diona, Ami R Tomar Sathe Kotha Bolte Chaina. মেসেজ টা দেখার পর থেকেই মন খারাপ রনির। অনা আর ওর নেই ভাবতেই বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে রনির। রনি আগেই জানতো অনা-কে ছাড়া কোনভাবেই সে বাচবেনা। রনি জানে এখন সে কি করবে । রনি দাডিয়ে আছে মাঝ রাস্তায়। তুমুল বেগে ট্রাক টা ছুটে আসছে রনির দিকে। এক মুহুর্তেই সব শেষ হয়ে যাবে। অনা- কে নিয়ে দেখা সব স্বপ্ন গুলো চাপা পরবে ট্রাকের চাকার নিচে। সকাল ১০টা। টেবিল ক্লক এর এলার্ম এর শব্দে ঘুম ভাঙে অনার। সারারাত জেগে থেকে সকাল ৬:৩০ এ ফোন সাইলেন্ট মুড এ দিয়ে, এলার্ম সেট করে ঘুমিয়ে পরে অনা। পাগলটাকে ব্রেকফাস্ট করতে না বললে না খেয়ে থাকবে তাই। অনা ফোন দেয় রনিকে। কিন্তু রনির ফোন অফ। অন্য সব নম্বরে ট্রায় করে অনা। কিন্তু সব নম্বরেই একই অবস্থা। অনার খুব টেনশন হচ্ছে। না জানি পাগল টা কোথায় আছে? অনা বা রনি কেউ ই জানবেনা মেসেজ টা অনার ছোটবোন এর করা। জানবে কি করে ? অনার ফোন থেকে তো মেসেজ টা ডিলিট করা হয়েছে। আর রনির ফোন রনির সব স্বপ্নের সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ট্রাকের চাকার নিচে।
Posted on: Sun, 01 Dec 2013 13:35:34 +0000

Recently Viewed Topics




© 2015