:আজকের সংবাদপত্র: আজ - TopicsExpress



          

:আজকের সংবাদপত্র: আজ রোববার দেশের প্রায় সব পত্রিকা ভিন্ন ভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে লিড নিউজ করেছে। পাশাপাশি পত্রিকাগুলো সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুর আহমেদ চৌধুরীকে গুরুত্ব দিয়েও নিউজ করেছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক জগলুল আহমেদ চৌধূরী (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বাসের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় । সর্বশেষ ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর উপদেষ্টা ছিলেন তিনি। প্রথম আলোর লিড নিউজের শিরোনাম হলো- বিশ্ব ঐতিহ্যের সম্মান হারাবে সুন্দরবন। সাংবাদিক জগলুর আহমেদ চৌধুরীকে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মর্মান্তিক মৃত্যু। কালের কন্ঠের লিউ নিউজের শিরোনাম হলো- গৃহায়ণের গ্রাসে ‘গৃহায়ণ’। সাংবাদিককে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগ্‌লুল আহ্‌মেদের মৃত্যু। সমকাল লিড নিউজ করেছে- ‘সন্দেহে’ ঘুরপাক তদন্ত। জগলুর আহমেদ চৌধুরীকে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জগ্লুল আহ্মেদ চৌধূরী। দৈনিক ইত্তেফাক লিড নিউজের শিরোনাম হলো- রোহিঙ্গা জঙ্গি নিয়ে জেএমবির আত্মঘাতী হামলার ছক। এর টিকার হলো- কলকাতায় দুই দেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তথ্য প্রকাশ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার লিড নিউজ করেছে- Financing hitch stalls progress. এর উপ-শিরোনাম হলো- Large Power Projects. এর টিকার হলো- 5 public sector projects could not start; several private projects also limping. জগলুর আহমেদ চৌধুরীকে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- Reckless bus kills journo Zaglul Chowdhury. দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের লিড নিউজের শিরোনাম হলো- IDRA to hire auditors for extravagant life insurers. সাংবাদিককে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- Journalist Zaglul passes away.
Posted on: Sun, 30 Nov 2014 03:26:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015