আমাকে কিছু পরামর্শ দিন - TopicsExpress



          

আমাকে কিছু পরামর্শ দিন । আমার বয়স প্রায়ই ১৭ । ইন্টার 2nd year এ পড়ি । আল্লাহর রহমতে ফুটবল মোটামোটি খেলতে পারি । গত বছর Airtel rising star এ কিছুদুর এগুয়েছিলাম । কিন্তু বিচারকদের অবহেলার কারণে ছিটকে পড়ে গিয়েছিলাম । আমি বুটপরে দুইদিনই ফুটবল খেলেছি । প্রথমদিন এয়ারটেলের প্রথম ম্যাচে যেইখানে ২০০ জনের মধ্যে ১৬ জন নিবে ঐখানে খেলেছিলাম । বুট পরে প্রথমদিনই চরম খেলেছিলাম ১টা গোল করেছি সাথে ২ এসিস্টে তাও মাত্র ২৫ মিনিটের ম্যাচে । সেইখানেই আমাকে নিয়ে ছিল । তারপরের রাউন্ড খেলার জন্য যেতে হল ময়মনসিংহ । সেখানে গিয়ে খেললাম । আমাদের দলের একজন একটা পেনাল্টি মিস করেছিল কিন্তু ওকে বিচারকরা নিয়ে ছিল । আর একজনকে খেলায় অনেক ভুল ছিল বলে ওকে ৫ মিনিটেই মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল কিন্তু ওকেও বিচারকরা নিয়েছিল কিন্তু আমাকে সাথে আরও অনেক কেই নেয় নি । আর এইছিল আমার দুইদিন বুট পরে ফুটবল খেলা । তাছাড়া ডেইলি খালি পায়ে খেলি ।। এখন কাজের কথায় আসি । আমাকে কি কেউ বুদ্ধি দিতে পারবেন যে আমি কি করে প্রফেশনাল ফুটবলার হতে পারব । উল্লেখ্য যে আমাদের এইখানে ফুটবল খেলার কোনো ভাল স্কুপ নেই । দয়া করে সবাই আমাকে একটু বুদ্ধি দিন ।।।
Posted on: Fri, 05 Jul 2013 16:12:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015