আমি তো আমার দুঃখ ও - TopicsExpress



          

আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি [সূরা ইউসুফ : ৮৬] কিছু কষ্ট এমন থাকে যা কারো সাথে share করতে ইচ্ছে করে না...কাওকে বলতে ইচ্ছে করে না... কাওকে না... বিশ্বস্ত বলে কাওকে মনে হয় না... অন্য কাওকে নিজের দুঃখ বলে ছোট হওয়ার ভয় থাকে...হইত সে কষ্ট টা বুঝবেও না... সে হইত পরবর্তীতে এই কারণেই অবজ্ঞা করতে পারে... এতোসব confusion থেকে ভালো... তাকেই বলি যিনি আমার সবটুকু জানেন, বুঝেন... যার কাছে নিজের অক্ষমতা প্রকাশ করতে একটুও লজ্জা করে না... যাকে বলে নিজের মনকে শান্ত করা যায়... একমাত্র মাত্র যিনি পারেন আমাকে সাহায্য করতে...
Posted on: Tue, 11 Nov 2014 14:33:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015