আমাদের এই আন্দোলন নিয়ে - TopicsExpress



          

আমাদের এই আন্দোলন নিয়ে অনেক অনেক কথা শুনলাম। আবার এমন অনেকেই আছেন যারা ঠিক বুঝতে পারছেন না যে আন্দোলন টা কি নিয়ে তাই অনেকেই অনেক রকম কমেন্ট করছেন। তাদের বলতে চাই আগে জানুন ও বুঝুন যে আমাদের আন্দোলন এর দাবী গুলো কি কি। অনেকেই বলছে আমরা নাকি Diploma কে BSC এর সমান করার জন্য আন্দোলন করছি। আমাদের দাবী এটা না যে আমাদের BSC Engineer দের সমান করা হোক । BSC আর Diploma Engineer দের মধ্যে যে পার্থক্য আছে এটা আমরাও জানি। আমরা চাই আমরা যেন ‘’Diploma in Engineering’’ লিখতে পারি। আমরা Supervisor কেন হবো চার বছর পড়ালেখা করে??? আর Buet এর স্যার কেন আমরা Buet এর ভাই দেরও সম্মান করি। সেই সম্মান নিয়ে বলতে চাই দেখেন স্যার (যিনি একুশে টিভি তে সাক্ষাতকার দিয়েছেন) আমার মনে হয় polytechnic institute সম্পর্কে আপনার ধারণা টা একটু কম। স্যার এখানে ৬ মাস না ৪ বছর এ যে যেই টেকনোলজির তাকে কমপক্ষে ৮০ টার মতো বই পড়ে এই Diploma Engineer হতে হয়। যার মাঝে টেকনোলজির বাইরের subject গুলোর নাম গুলো একটু জেনে নিবেন যেমন social science 1 & 2, physics 1&2,chemistry 1&2, Book keeping, Accounting, এমন আরও অনেক আছে। আমার মনে হয়না স্যার এতগুলো বই ৬ মাসে শেষ করা সম্ভব। স্যার এটা কোন Training center না যে ৬ মাসের বা ১ বছরের কোর্স থাকবে। এটা Engineering Institute স্যার... হয়তো আপনাদের টার মতো না কিন্তু খুব ১টা খারাপও না। যাই হোক আমাদের আন্দোলন এবং এর দাবী গুলো সম্পর্কে বিভিন্ন পেইজ আছে আপনারা বিস্তারিত জানতে চাইলে সেই পেইজ গুলো দেখতে পারেন।(বি দ্রঃ এখানে আন্দলনের দাবী নিয়ে লেখা হয়নি কিছু মানুষের ভুল ধারণা দূর করার চেষ্টা মাত্র।)
Posted on: Sun, 29 Sep 2013 17:50:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015