আমাদের প্রিয় এবং সেরা - TopicsExpress



          

আমাদের প্রিয় এবং সেরা ক্রিকেটার নাসিরের মুখ থেকে এইটা শোনার পর কষ্টে বুকটা ভারী হয়ে গেছে আমার...!!! :( ছেলেটা কত কষ্টই না করেছে এই পর্যায়ে আসতে! ` ঢাকা এফএম এ কান্নাজড়িত কণ্ঠে বললেন নাসির - "আব্বা খুব সাধারণ একটা চাকরি করতো! এমনও দিন গেছে আমরা দুই দিন খেলে একদিন খেতাম না | রংপুর থেকে খেলার জন্য ঢাকা আসার গাড়ি ভাড়াটাও ছিল না! চাচাদের কাছ থেকে টাকা নিয়ে ঢাকা আসতাম ! আমি আমার মা-বাবার জন্য ক্রিকেট খেলি!" # Respect
Posted on: Thu, 27 Jun 2013 18:22:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015