আমি সম্পর্ককে, সৎ এবং - TopicsExpress



          

আমি সম্পর্ককে, সৎ এবং সততার সাথে বজায় রাখব। সেক্স একটি প্রাকৃতিক ও জৈবিক চাহিদা। গবেষণা করে বিজ্ঞানীরা পর্যন্ত জানিয়েছেন যে সেক্স করলে মন এবং শরীর ভালো থাকে। আমাদের দেশে যদিও ইচ্ছে থাকলেই সেক্স করা যায় না। এখানে একজনের সাথে আরেকজনের পরিচয় হবার ব্যাপারটা এখনো ঠিক মতো চালু হয় নি। কিন্তু তাই বলে কি সেক্স করবো না আমরা? আমি ২৭/২৮ বছরের প্রচন্ড যৌন তাড়নায় তাড়িত এক যুবক। আসলে আমাদের দেশে নিজেদের যৌন চাহিদার প্রকাশ্য প্রকাশ সমাজস্বীকৃত না।আর তাই এই VIRTUAL WORLD এ আমার আগমন। উদ্দেশ্য সাধারন ও পরিষ্কার- একজন মনের মতো যৌণসঙ্গী খুজে বের করা। আমাদের দেশে এমন অনেক মেয়ে আছে যারা প্রচন্ড যৌণজ্বালায় পুড়ছে কিন্তু প্রকাশ করতে ভয় পায়। কোন ছেলেকে বিশ্বাস করতে পারে না এটা নিয়ে BLACKMAIL করতে পারে এই ভেবে। আমি ঠিক এরকমই একটা কামুক মেয়েকে খুজছি। যারা এটা পড়ছো বুঝতেই পারছো PRIVACY টা আমিও আর Strongly চাচ্ছি। আমি এমন একটা PHYSICAL RELATION চাচ্ছি, যাতে আবেগ থাকবে, তৃপ্তি থাকবে, সুখ থাকবে। এক কথায় যাকে বলা যায় FRIEND WITH BENEFIT. I respect women, commitment. U can trust me. সেক্ষেত্রে প্রথমে আমার বর্ণনা দিয়ে রাখা ভালো। বয়সটা আগেই বলেছি। যেটা সত্য সেটাই বলবো। এক married chick আমার সাথে সেক্স করার পর বলেছিল intake মেয়ে যেন বিয়ে না করি। যা বোঝার বুঝে নিয়ো। I have safe place. আমার যা বলার আমি বলেছি। বাকীটা তোমার হাতে। যদি আমার মতো আপনিও চান একাকীত্ব কাটিয়ে সুন্দর একটি সময় উপভোগ করতে তবে চলে আসুন আমার সাথে। ফ্রেন্ড রিকুয়েস্ট কিংবা মেসেজ পাঠিয়ে যোগাযোগ করুন। মনে রাখবেন, আগে বন্ধুত্ত তারপর অন্য সব। সুন্দর একটা সময়ের প্রত্যাশায় রইলাম।
Posted on: Sat, 26 Jul 2014 19:34:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015