আলোচনা ০৬: Sync Speed Sync Speed Built in - TopicsExpress



          

আলোচনা ০৬: Sync Speed Sync Speed Built in Flash on করে যে Highest Shutter Speed ব্যবহার করা যায় সেইটাকেই Sync Speed বলে। অর্থাৎ, Built in Flash on করে আপনার ক্যামেরার Shutter Speed কে বাড়াতে বাড়াতে সরবচ্চ যে পর্যন্ত নেয়া যায় সেইটাই হল আপনার ক্যামেরার Sync Speed. ক্যামেরার মডেল ভেদে এই ভ্যালুটা সাধারণত 1/200 অথবা 1/250 হয়ে থাকে। Sync Speed কেন Important? Sync Speed সাধারণত দুইটা কারণে Important. • আমরা যদি Action Photography করতে চাই সেই ক্ষেত্রে Faster Shutter Speed প্রয়োজন হয়। আর সেই Faster Shutter Speed হতে পারে 1/500 অথবা এর থেকে বেশী। কিন্তু আপনার ক্যামেরার Sync Speed যদি 1/200 হয় তাহলে কি করে Flash on করে Faster Shutter Speed set করবেন! • অনেক ক্ষেত্রেই আমরা সূর্যালোকেও Flash ব্যবহার করি Subject কে Highlight করার জন্য। এই সময় সূর্যালোক এবং Flash Light কে Balance করার জন্য Aperture Value f/22 করা সত্ত্বেও Faster Shutter Speed সেট করতে হয়। কিন্তু আপনার ক্যামেরার Sync Speed যদি 1/200 হয় তাহলে কি করে Flash on করে Faster Shutter Speed set করবেন! বি.দ্র. এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের High Speed Sync Flash ব্যবহার করতে হবে। আমরা পরবর্তী আলোচনায় আশা করি High Speed Sync নিয়ে আলোচনা করবো। Sync Speed বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে Shutter কিভাবে কাজ করে। Flash Photography তে আমরা যখন Shutter Button Press করি তখন চারটা ধাপে কাজ হয়। • সেন্সরের উপর থেকে First Curtain কে সরিয়ে সেন্সরকে উন্মুক্ত করা হয় • এই ক্ষেত্রে সেন্সর সম্পূর্ণ উন্মুক্ত থাকে, তখন Flash fire হয় (Video তে Flash Fire টা অনুপস্থিত!) • এবার Second Curtain কে টেনে এনে সেন্সরকে ঢেকে দেয়া হয় • অবশেষে First Curtain এবং Second Curtain পুনরায় আগের স্থানে ফিরে আসে। Video টি দেখুন। আশা করি ব্যপারটি বুঝতে পারবেন... বি.দ্র. আপনার যদি External Flash থেকে থাকে তাহলে Faster Shutter Speed (1/250 এর বেশী) ব্যবহার করে দেখতে পারেন Output কি হয়! Built in Flash দিয়ে এই এক্সপেরিমেন্ট সম্ভব না। Writer Information: Abu Sayem Chowdhury Owner of Sayem Photography e-mail: sayem29bd@yahoo Dhaka, Bangladesh.
Posted on: Sun, 19 Oct 2014 08:47:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015