আলোর প্রতিসরণ(ইংরেজি : - TopicsExpress



          

আলোর প্রতিসরণ(ইংরেজি : Refraction of light) হলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো প্রবেশ করলে উভয় মাধ্যমের বিভেদতলে এর দিক পরিবর্তিত হওয়ার ঘটনা। [১] এ ঘটনা স্পষ্টভাবে দৃশ্যমান হয় যখন আলোকরশ্মি 0° ও 90° ব্যতিত অন্য যেকোনো কোণে মাধ্যমদ্বয়ের বিভেদতলে পড়ে। মূলত মাধ্যমগুলোর ঘনত্বের পার্থক্যের জন্যই আলোর প্রতিসরণ ঘটে থাকে.কোনো ব্যক্তিকে যদি দড়ি বেধে ছেড়ে দেওয়া হয়ও সে যদি সরলরেখা বরাবর যায় তবে তার বেগের পরিবর্তন হলেও অভিমুখের পরিবর্তন হয়না! কিন্তু কিছুটা কোন করে দৌড়ালে অভিমুখের পরিবর্তন হয়.অভিকেন্দ্র বলের দরুন এরুপ হয়.একই ভাবে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে ও একই ঘটনা ঘটে। সোজা গেলে কোনো পরিবরতন হয়না।কিন্তু হেলে পড়লে কনার সংঘর্ষের দরুন অভিমূখের পরিবর্তন ঘটে।.সোজা লঘু থেকে ঘন মাধ্যমে গেলে ঘন মাধ্যমের কনাগুলির,দুই পাশ্বঁ দিক থেকে বাধাবল সমান হওয়ায় প্রতিসৃত রশ্মির কোনো বিচ্যুতি হয়না !কিন্তু আলো কিছুটা হেলে প্রবেশ করলে আলোক কনার ওপর সবদিক থেকে বাধাবল সমান হয় না। সামনের দিকে একটা আস্তরন সৃস্টি হয়।.ফলে আলোবাধাগ্রস্ত হয়ে অভিলম্বের দিকে বাকে.।.আলো ঘন থেকে লঘুতে গেলে বিপরীত ঘটনা ঘটে। (আশিসকুমারবিশ্বাস )। প্রতিসরণের সূত্রসমূহ আলোর প্রতিসরণের ওপর দুটি সূত্র বিশেষভাবে উল্লেখযোগ্য, যথা: একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট রংয়ের আলোর জন্য আপতন কোণের সাইন (sin) এবং প্রতিসরণ কোণের সাইনের (sin) অনুপাত সর্বদা ধ্রুব থাকে। [১] ১৬২০ সালে হল্যান্ডের বিজ্ঞানী স্নেল (Willebrord Snellius) সর্বপ্রথম এ সূত্র প্রকাশ করেন। তাই এ সূত্রটিকে স্নেলের সূত্রও বলা হয়। [২] আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।[১] [২] প্রতিসরণাঙ্ক আলোকরশ্মি x মাধ্যম থেকে y মাধ্যমে প্রবেশ করছে। যেখানে pআপতন কোণ এবং q প্রতিসরণ কোণ। প্রতিসরণাঙ্ককে দু ভাবে বিভক্ত করা যেতে পারে যথা- আপেক্ষিক প্রতিসরণাঙ্ক ও পরম প্রতিসরণাঙ্ক। নিম্নে আরও বর্ণনা করা হল: আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কোনো নির্দিষ্ট রংয়ের আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক (Relative Refractive index) বলে।
Posted on: Sun, 07 Dec 2014 13:43:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015