এই ছোট জীবনে অনেক নারীকে - TopicsExpress



          

এই ছোট জীবনে অনেক নারীকে দেখেছি,যারা বাহিরে নারী সমাজের মুক্তির জয়গান গায়,কিন্তু তারা নিজেরাই ঘরে মুক্ত নয়!! অনেক কষ্টে তাদের জীবন জর্জরিত!এমন অনেক কে দেখেছি,যারা ষ্টার জলসা বা ষ্টার প্লাসের অর্থাত্‍ কলিকাতার নাটকগুলো নিয়ে ঘোর আপত্তি!! সন্ধ্যায় ওদের বাসায় জরিপ করলে দেখা যাবে,ওনারাই দেখছে! তেমনি কিছু পুরুষ ও আছে,যারা নারীর জয়গানে মুখরিত!কিন্তু তার ঘরের বউটিই হয়তো খুব কষ্টে দিন কাটছে!আমরা ধর্মের সংষ্কার তোলে ধরতে চাই!আবার আমরাই ঘরে ধর্মকর্ম ছাড়িনা!! যে গুলো বাহিরে,মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা ভুল!ঘরে বসে আমরাই হয়তো তা করে যাচ্ছি!সমাজ সেবার বেসাতি ছড়িয়েছি!অথচো ঘরে আমার মা বাবাই ধুঁকে ধুঁকে মরছে!!একজন পতিতার পক্ষ নিয়ে কথা বলছি!হয়তো আমরাই পারবোনা তাদের ভালোবাসতে!তাদের কে আমাদের ঘরে ঢোকাতে!এক ঐশীর জন্য অনেক লেখাই হয়েছে!কিন্তু ঐ ঐশীর মত মেয়ে অনেকের ঘরেই তৈরি হচ্ছে!কিছুই করতে পারছিনা!বাহিরে কেউ সিগারেট খেতে দেখলে,হুমড়ি দিয়ে দু কথা শুনিয়ে দেই!অথচো ঘরে আমাদের বাবা বা ভাই খেয়ে যাচ্ছে!অথচো তাদেরকে একটু সাবধান করার সময় আমাদের নেই!অন্যের সন্তানের সাথে হাসিমুখে কথা বলছে!অথচো ঘরে নিজের সন্তানের সাথে এক সেকেন্ড ও কথা হয়না!সন্তানরা অন্যের বাবা মার সাথে জমজমাট আড্ডা দিয়ে আসে!নিজের মা বাবার কাছেও বসেনা!!রাস্তায় বৃদ্ধ দেখলে মায়া হয়!হাত বাড়িয়ে টাকা দিয়ে আসি!কিন্তু নিজের ঘরের বৃদ্ধদের সাথে তাকানোর সময় ও থাকেনা!!শাঁখা সিদুঁরের মতবিরোধ অনেকের আছে!কিন্তু তারাই পূজো পার্বণে এটা না পড়ে বের হয়না!!জাতভেদ প্রথা অনেকেই না মানার ভান ধরে!কিন্তু নিজের বেলায় সে ও ছাড়ছেনা!!অন্যের ঘরের দোষ খুঁটছে!নিজের ঘরের দোষ সিঁকিতে উঠিয়ে রাখে!!নিরপেক্ষ রাজনীতির পসরা সাজায়!অথচো নিজেই নিরপেক্ষ কিনা তা ভাবছেনা!!ধানের শীষ ভাসছে নৌকার অপপ্রচারে!নৌকা ভাসছে ধানের শীষে অপপ্রচারে!মাঝখানে দেশ যাচ্ছে দেশ দ্রোহীর কাছারে!! আমি ঠিক নেই,আপনিও ঠিক নন,তুমিও ঠিক নও,তুইও ঠিক নস্!!তবে কে ঠিক!!আশাহত ??? না উপরের সংখ্যা গোটা কয়েকজন!!ভালোর সংখ্যা এখনো অনেক বেশি!!যারা সত্যিই মুখে যা বলছে,কাজেও তারা তাই করছে!!আশার বাণী দিয়ে যাচ্ছে আমাদের!আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে দূর বহুদূর!! আসুন আমরাও ভালো হই!মুখোশ ছেড়ে বেরিয়ে আসি!ভালোর দলটা আরো ভারি করি!জনম যেন বৃথার মাঝে না চলে যায়!!মুখে যা বলবো,তাই যেন করেও দেখাতে পারি!!এই হোক ঠেকানো নিজের ভিতরের অন্তরের দায়!!আমি পারবো!আপনি কি পারবেন?তুমি কি পারবে?তুই ও কি পারবি?? তো জেগে উঠুন ভালোবাসার মাঝে সত্যের দ্বারে দ্বারে!!
Posted on: Fri, 30 Aug 2013 04:27:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015