এই বছরের শুরুর দিকে - TopicsExpress



          

এই বছরের শুরুর দিকে ডাঃমাহমুদ মাহী ভাই সমকামিতার বিরুদ্ধে একটা ই-বুক প্রজেক্টের কথা জানান।সমকামিতার বিরুদ্ধে আমার কিছু লেখা পড়ে উনি আমাকে কিছু লেখা দিতে বলেন ই-বুকে অন্তুর্ভুক্ত করার জন্য।ডাঃমাহমুদ ছাড়া এই প্রজেক্টে ছিলেন এফ জেড করিম ভাই ও ফারাবি শাফীউর রহমান। ফারাবি ভাইয়ের ব্যাপারে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই।ফারাবি ভাই এই বছর কিছু বিতর্কিত স্ট্যাটাস পোস্ট করেছিলেন।তার এই স্ট্যাটাসগুলো পোস্ট করার আগে আমরা প্রজেক্টে হাত দেই। কিন্তু যখন ফেসবুকে তার সমালোচিত পোস্টগুলো দেখলাম তখন আমি মাহমুদ মাহী ভাইকে তার প্রজেক্ট থেকে আমাকে সরিয়ে ফেলতে বলি।যেহেতু কাজ শেষ হয়ে গিয়েছিল তাই আর প্রজেক্ট থেকে নিজেকে বাদ দিতে পারিনি । তবে এই ই-বুকে ৯০% কিংবা আরো বেশি লেখাই আমি,মাহমুদ ভাই ও এফ জেড ভাই লিখেছেন। ফারাবি ভাইয়ের সম্ভবত শুধু পার্থনোজেনেসিস নিয়ে একটা লেখা আছে । তাই এই ই-বুকে ফারাবি ভাইয়ের সাথে আমার নাম দেখে আমাকে ভুল না বোঝার অনুরোধ রইল। ফারাবি শাফীউর রহমানের সাথে আমার কোন সম্পর্ক নেই এবং আমার চিন্তাধারার সাথেও তার চিন্তাধারার মিল নেই।আর যদি দেখি আমাকে এই কারণে ভুল বোঝা হচ্ছে তাহলে হয়তো ই-বুকের প্রিন্টেড কপি (যদি প্রকাশ হয়) হতে নিজের নাম সরিয়ে নিব,তবে লেখাগুলো থাকবে। ই-বুকের যে যে অংশগুলো আমার লেখা সেটা বলার প্রয়োজনবোধ করছি। মূলত ই-বুকের শুধু সায়েন্টিফিক অংশটাতে আমার লেখা আছে। যে অধ্যায়গুলোতে লেখাগুলো আছে-- ১)অধ্যায় ২- সমকামিতার নেপথ্য কারণ ২)অধ্যায়-৩- সমকামিতার পক্ষে অবৈজ্ঞানিক অপপ্রচারের জবাব ৩)অধ্যায়-৫-প্রকৃতিতে কি সমকামিতা আছে?! এই তিনটা অধ্যায়ের বেশিরভাগ লেখা আমার এছাড়া মাহী ভাই ও এফ জেড ভাইয়েরও কিছু লেখা আছে। আর বাকি অধ্যায়গুলো এই দুইজন লিখেছেন। আরেকটা বিষয় হল ,কয়েক বছর আগের একটা রিসার্চে দেখা গিয়েছিল যে সমকামিতার কারণ হল Epigenetical ।মানে সমকামিতার সম্পর্ক Gene Expression এর সাথে।অর্থাৎ পারিপার্শ্বিক কারণে সমকামীদের কিছু জিন কাজ করা শুরু করে যার ফলে সমকামিতা দেখা দেয়।তবে চিকিৎসা করালে এই Gene Expression রিভার্সড করা সম্ভব যেহেতু এটা Epigenetical Change। আমার কাছে রিসার্চের ফলাফল Plausible মনে হয়েছে।তারপরও এই বিষয়ে আরো রিসার্চের প্রয়োজন আছে বলে মনে করি।তাছাড়া Epigenetics সম্পর্কে আমার ধারণাও কম। তাই বর্তমান ই-বুকে Epigenetics এর বিষয়টা প্রকাশ করা না হলেও Nessa Carey এর লেখা The Epigenetics Revolution বইটা পড়ার পর ই-বুকের পরবর্তী এডিশনে এই বিষয় সম্পর্কে লিখব, ইনশাআল্লাহ্‌। সবশেষে মাহী ভাইকে প্রজেক্ট পরিচালনা ও এফ জেড করিম ভাইকে ই-বুকের অসাধারণ এডিটিং এর জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ্‌ আপনাদের উত্তম প্রতিদান দিন। আর ফারাবী ভাইয়ের জন্য দুয়া করছি যেন আল্লাহ্‌ তাআলা তাকে তার ভুলগুলো বুঝতে সাহায্য করেন। (বইটার পিডিএফ ডাউনলোড লিংক কমেন্টে)
Posted on: Wed, 29 Oct 2014 12:38:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015