এক নজরে দেখে নিন - TopicsExpress



          

এক নজরে দেখে নিন এবারের ব্যালন ডিঅরের মুল তিন প্রতিধন্দী মেসি,রিবেরি ও রোনালদোর পার্ফমেন্সঃ ## লিও মেসি *খেলেছেন মোট ৪৫ ম্যাচ *৪৫ ম্যাচে করেছেন ৪৭ গোল, *৪৫ ম্যাচে করেছেন ১৭ অ্যাসিস্ট, *ম্যাচ প্রতি গোল করেছেন ১,০৬ টি, *ম্যাচ প্রতি অ্যাসিস্ট করেছেন ০,৩৭ টি, *বার্সার হয়ে জিতিছেন ২ টি ট্রফি(লা-লিগা,সুপার কাপ), *ব্যাক্তিগত ভাবে জিতেছেন গোল্ডেন বুট, *ব্যাক্তিগত ভাবে নিজের করে নিলেন ২৫ টি রেকর্ড, ## ফ্রান্ক রিবেরি *মোট খেলেছেন ৫১ ম্যাচ, *করেছেন ২০ গোল, *অ্যাসিস্ট করেছেন ২০ টি, *ম্যাচ প্রতি গোল ০,৩৮ টি, *ম্যাচ প্রতি অ্যাসিস্ট ০,৩৮ টি, *বায়ার্নের হয়ে জিতিছেন ৩ টি ট্রফি(বুন্দেসলিগা,চ্যাম্পিয়নস লীগ, ও জার্মান কাপ), *ব্যাক্রিগত ভাবে কোন ট্রফি কিংবা রেকর্ড নিজের করে নিতে পারেন নাই, ## ক্রিস্টিয়ানো রোনালদো *খেলেছেন মোট ৫৫ ম্যাচ, *করেছেন ৬৬ গোল, *অ্যাসিস্ট করেছেন ১৫ টি, *ম্যাচ প্রতি গোল ১,১৭ টি, *ম্যাচ প্রতি অ্যাসিস্ট ০,২৪ টি, *মাদ্রিদের হয়ে কোন ট্রফি জিতেন নাই, *এই বছর চ্যাম্পিয়নস লীগের সেরা গোলদাতা হয়েছেন। *ব্যাক্তিগত ভাবে ৪ টি রেকর্ড নিজের করে নিয়েছেন। এছাড়াও নিজের দেশকে মেসি যেখানে বিশ্বকাপ বাচাই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন করেছেন সেখানে রিবেরি ও রোনালদো বিশ্বকাপের টিকেট পেয়েছেন প্লে অফ ম্যাচ খেলে এবং এই সিজনে মেসি যেখানে ৪ বার ইনজুরিতে পড়েছেন সেখানে রিবেরি রোনালদো বলার মত একটি ইনজুরিতেও পড়ে নাই। এবার আপনারাই বলুন কে এইবারের ব্যালন ডিঅরের যোগ্য দাবিদার?? সবাই মতামত জানাবেন। Credit:::: লিও মেসির বিশ্বকাপ মিশন
Posted on: Fri, 22 Nov 2013 13:03:29 +0000

Recently Viewed Topics




© 2015