একজন জ্ঞানী লোক একবার - TopicsExpress



          

একজন জ্ঞানী লোক একবার মঞ্চে তার শ্রোতাদের জন্য জোকস বলতে শুরু করলেন....। প্রথম বার তার জোকসটি শুনে সব শ্রোতা প্রায় পাগলের মতো হাসতে লাগল.....। কিছুক্ষণ পর একই জোকস আবার বলা শুরু করলেন। আগের বার থেকে এইবার অনেক কম লোক হাসল। তিনি বারবার একই জোকস বলতে থাকলেন...। যখন কেউই তার এই জোকস শুনে আর হাসল না তখন.. তিনি বললেন,'যখন আমরা একই জোকস শুনে বার বার হাসতে পারিনা, তবে কেন আমরা একই কথা মনে করে বার বার কাঁদি?' এর মাধ্যমে কিছু শিখতে চেষ্টা করুন... জীবনকে উপভোগ করুন... দুঃখ-কষ্টকে দূরে ঠেলে দিন...ভবিষ্যৎকে নিয়ে বাঁচতে শিখুন... জীবনটা সত্যি অনেক সুন্দর...।
Posted on: Sun, 01 Sep 2013 19:11:35 +0000

Recently Viewed Topics




© 2015