একটি বাস্তব কিন্তু - TopicsExpress



          

একটি বাস্তব কিন্তু অর্থহীন, অসুন্দর, দুঃখজনক ও বেসম্ভব বিনোদনের চ্যাটালাপ:- বিপ্ বিপ্ বিপ্.... ফেবুর ম্যাসেজ জানান দিচ্ছে - চ্যাট এর দুয়ারে কেউ অপেক্ষায়! খুলে দেখি ৪-৫ দিন আগের নতুন এডেড ID, রংচটা জিন্স লাল চেকের হাফশার্ট পরা প্রোফাইল ছবির একটা ২০-২২ বছরের ছেলে, এবং তার পুরা ওয়ালভরা ছবি আর ছবি। ফটোশপ করা নানান ডিজাইন ও বাহারের অনেক ছবি, কিছু কিছু ছবি ছেলের না মেয়ের বুঝা যায় না। ধরে নেই ছেলেটার নাম #জয়_কান্তি_দাশ। হুবহু চ্যাটালাপটি নিম্নে বর্নণা করলাম। জয় কান্তি দাশ - Hi HoW ArE YoU মুখোশের অন্তরালে - fine জয় কান্তি দাশ - Tumar real namta ki jante pari মুখোশের অন্তরালে - নামঃ জসিম উদ্দীন চৌধুরী, বয়সঃ ৪৩ বছর, লিঙ্গঃ পুরুষ / বিবাহিত / ২ মেয়ে ১ ছেলে, পেশাঃ ছোটকাট ব্যবসা, ঠিকানাঃ চাটগাঁ, বাংলাদেশ। জয় কান্তি দাশ - Ekdom uncorrect sotti kore apnar nam bolun, manus hoye manuske dhuka dewa thik na,,,,,, মুখোশের অন্তরালে - তাহলে তুমিই বলো ---- আমার নাম কি? আমি কে? জয় কান্তি দাশ - Ami jani nato janleki tumake prosno kortam মুখোশের অন্তরালে - (মাথার চান্দি গরম!!! ------ চুপ! No reply) জয় কান্তি দাশ - Ki holo kichu bolo মুখোশের অন্তরালে - নামঃ জসিম উদ্দীন চৌধুরী, বয়সঃ ৪৩ বছর, লিঙ্গঃ পুরুষ / বিবাহিত / ২ মেয়ে ১ ছেলে, পেশাঃ ছোটকাট ব্যবসা, ঠিকানাঃ চাটগাঁ, বাংলাদেশ। (মাথার চান্দি ঠান্ডা রেখে আবার ও পরিচয় দিলাম) জয় কান্তি দাশ - Abar shei cholona! মুখোশের অন্তরালে - tumi amar status porecho kokhono??? জয় কান্তি দাশ - Ami shudu tomake cai মুখোশের অন্তরালে - লাল পোলার ছবি দিয়ে facebook এ কেন তুমি?? জয় কান্তি দাশ - Tumake Bondu Banamu.... Tumake Balobasi মুখোশের অন্তরালে - তুমি কি সমকামী নাকি নপুংশুক??? জয় কান্তি দাশ - Tumi cholona Cara kicu Janona! Tumi Kharap maya.... মুখোশের অন্তরালে - এই অভদ্রতামী ও বেয়াদবীর জন্য তোমাকে Block মারা হলো......... ------অতঃপর একটি চ্যাটালাপের অপরিনত সলিল সমাধি.... .........টুঁট.....টুঁট.....টুঁট.....টুঁট.....
Posted on: Fri, 01 Aug 2014 12:07:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015