একদিন ৮০ বছর বয়সী এক - TopicsExpress



          

একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তারপুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল । হঠাৎ একটি কাক এসে বসলো, তার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি ? পুত্র বলল - এটি একটি কাক । কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন , এটা কি ? পুত্র বলল - আমি তো কেবলি বললাম এটা একটা কাক । একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি ? এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশগলায় বলল ,এটা একটা কাক, এটা একটা কাক । এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন এটা কি ? এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের চোটে কাঁপতে কাঁপতে চিৎকারকরে পিতাকে ধমক দিয়ে বলল তুমি কেন বার বার আমাকে একি কথা জিজ্ঞেস করছ ? আমি তো তোমাকেবহুবার বললাম এটা একটা কাক,এটা একটা কাক, চোখ নেই তোমার, বুঝতে পার না ? বৃদ্ধ পিতা কোন কথা না বলে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন । একটু পর ফিরে এলেন একটা ডায়রি সাথে নিয়ে । তিনি তার পুত্র কে বললেন এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে । আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম । হটাৎ একটা কাক এসে বসলো । আমার ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করল এটা কি? আর আমি ২৩ বারউত্তর দিলাম এটা একটা কাক । তাকে প্রতিবার উত্তর দেবার সময় তাকে গভীর ভালবাসায় জড়িয়ে ধরেছিলাম । আমার পুত্র আমাকে একি প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি । পুত্রের চোখের কোনে জল জমতেশুরু করল । পুত্র ডায়রিটা বন্ধ করে গভীর ভালবাসায় তার পিতাকে জড়িয়ে ধরল । আর ধরা গলায় বলল Sorry Baba অনেক সময়ই আমরা আমাদের বাবা - মায়ের সাথে খারাপ ব্যাবহারকরি, উচু গলায় কথা বলি । কখনো কি ভেবে দেখেছেন কি পরিমান ভালবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য ? পৃথিবীর কোনকিছু দিয়ে কি তাদের এই ঋণ শোধ করা সম্ভব ?................. #collect
Posted on: Thu, 08 Jan 2015 17:55:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015