এতদিন পর্যন্ত দেওয়া Melbourne - TopicsExpress



          

এতদিন পর্যন্ত দেওয়া Melbourne Renegades এর অফিসিয়াল পেইজের সবকটা পোস্টের লাইক একসাথে কাউন্ট করলেও কালকে সাকিবকে নিয়ে দেওয়া পোস্টের লাইকসংখ্যা অতিক্রম করতে পারবেনা| গতকালের আগ তাদের পেইজের প্রতিটা পোস্টেই বড়জোর ৪০০-৫০০ লাইক পড়তো| আর এখন তাদের পেইজের পোস্টগুলোতে হাজার হাজার লাইক পড়ছে :P :v Melbourne Renegades এর অফিসিয়াল পেইজের এডমিন প্যানেলও বেশ চালাক আছে| তাদের পেইজের পোস্টগুলোতে লাইক বাড়ানোর জন্য তারা পেইজের Random পোস্টগুলোতেও সর্বকালের সেরা অলরাউন্ডার রেকর্ড আল হাসানকে মেনশন করছে :D :D এটাই সাকিব আল হাসান এবং তাঁর ফ্যানবেসের পাওয়ার| বিশ্বসেরা বলে কথা| সাকিব ভাইয়ের মত তাঁর ফ্যানবেসও বিশ্বসেরা| বোঝা গেছে ব্যাপারটা ?? :) :) #সাকিবিয়ান #স্যাক এ্যটাক #বেস্ট অলরাউন্ডার #এস.এ.এইচ ৭৫ #প্রাউড
Posted on: Thu, 25 Dec 2014 07:21:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015