কিছু কিছু কষ্ট আছে, যা - TopicsExpress



          

কিছু কিছু কষ্ট আছে, যা কারো সাথেই শেয়ার করা হয় না !! আমরা সবাই বলি যে শেয়ার করলে হালকা লাগে। ভিতরের কষ্টটা কমে কিছুটা হলেও। তাই সব সময় চাই কাছের বন্ধুটি যেন মন খুলে ওর কষ্টের কথা বলে। কিন্তু কিছু কিছু কষ্ট এমন, যেটা কাউকে বলা যায় না !! এই কষ্টগুলো বুকের মাঝে পুষে রাখতেই ভাল লাগে। অনেকেই তাই কষ্টটাকে কারো সাথে শেয়ার করে না। বুক পকেটে হাতটা রেখে মাঝে মাঝে মনের মাঝের ক্ষতটা একটু নাড়া দেই আমরা !! আর অনুভব করি কষ্টটাকে নতুন করে !! আমরা চাই এই কষ্টটা থেকে যাক যুগ যুগ ঘরে ।। এই কষ্ট হারানোর নয়- এই কষ্টের মাঝেও অনেক পাওয়া আছে ।। যে চলে গেছে সে আমার জন্য ছিলনা- সে আমাকে বুঝতে পারেনি তাই কষ্ট দিয়েছে । কিন্তু আমি তাকে চেয়েছিলাম, অনেক চেয়েছিলাম। কিন্তু ধরে রাখতে পারিনি। তাই তো তার দেয়া কষ্টটাকে মাঝে মাঝে ছুঁয়ে দেই আর বলি, আমি তোমাকে হারাই নি- চলে গেছো ঠিক তবে পুরোপুরি নয় !! তোমাকে তোমার দেয়া কষ্টের মাঝে ছুঁয়ে যাই, সব সময় আছো আমার পাশে ।। আর সত্যি বলছি- হারাতে দেবনা। সারা জীবন না হয় কষ্ট হয়েই থাকবে আমার বুকে ।।♥♥♥♥♥
Posted on: Sun, 11 Jan 2015 12:02:42 +0000

Trending Topics



="stbody" style="min-height:30px;">
SEPHORA COLLECTION Illuminating Bronzing Oil 5 oz # Cyber Monday
Hi, Greetings, Jaspersoft Overview Overview and

Recently Viewed Topics




© 2015