#কনফেশন_৬৭ মকবুল চৌঃ - TopicsExpress



          

#কনফেশন_৬৭ মকবুল চৌঃ অমিত PAD 1/1 অমিত নামটা শুনেই প্রথম তোমার উপর ক্রাস খেয়েছিলাম। চেহারায় innocent ভাবটা থাকলেও জানি ভিতরে শয়তানি কিলবিল করে, তুমি যে আস্ত একটা শয়তান বদমাইশ তা আমি ভাল করেই জানি। তবুও অসুবিধা নাই , গাধাকে পিটিয়ে মানুষ কি করে করতে হয় তা আমার ভালো করেই জানা। শুনলাম তুমি নাকি পেড ডিপার্টমেন্ট ও ইংলিশ ডিপার্টমেন্টের মধ্যে ব্রিজ তৈরি করার কাজ হাতে নিয়েছো।রেম্প শো করেছো, মেয়েদের আইস্ক্রিম খাইয়েছো ... কিছু বলিনি। এখন সাবধান হয়ে যাও! বোম দিয়ে ব্রিজ উড়িয়ে দিব,পারলে তোমাকেও। mind it. আর পারলে মুখে গোবর মেখে আসবা যাতে অন্য ডিপার্টমেন্টের মেয়েদের নজর না লাগে। আর মেয়েদের নিয়ে গুরাগুরি বন্ধ কর,তোমার এত্ত ভাব কেন মেয়েদের সাথে? আর যেন না শুনি এইসব। আচ্ছা পুচু, আজকে এইটুকু শাসন করলাম। বেশি দুষ্টমি করবে না! দুষ্টমি করলে ঠ্যাং ভেঙ্গে দিব।. ইতি তোমার পাগলী পোস্টাইছেনঃ #রূপবান
Posted on: Mon, 21 Jul 2014 16:19:49 +0000

Trending Topics



0px;">
My own mother told me she cant believe how disrespectful this
Dear Brothers and Sisters, As I was praying today The Lord
JUST CONFIRMED. We are booked to spin at Wet Electric Huntington
[via Peoples Union for Civil Liberties- #PUCL] In the PIL filed

Recently Viewed Topics




© 2015