কবি বলেছেন “ভয়ংকর,তুমি - TopicsExpress



          

কবি বলেছেন “ভয়ংকর,তুমি যায় করো না কেন, কখনো কোন মেয়েকে রাস্তায় দেখলে ইভটিজিং করবানা”। আমি বলিলাম “ওকে”। এরপর রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখিলে ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া থাকি শুধু, কিছুই কইবার পারিনা। এরপর কবি আবার বলিলেন “ভয়ঙ্কর, তুমি তো দেখি ফ্যালফ্যাল করিয়া শুধু চাইয়া চাইয়া থাকো। তুমি চাইলে ফেসবুকে মেয়েদের ইভটিজিং করতে পারো।“ আমি আবার বলিলাম ‘ওকে”। এরপর থেকে ফেসবুকে মেয়েদের ছবিতে কমেন্ট করা শুরু করিলাম “ওয়াও। সেইরম দেখতে। আমিতো প্রেমে পইড়া গেলাম। আইলাভিউ সুন্দরী ললনা” । কমেন্ট করার কিছুক্ষন পরেই আমার ইনবক্সে মেসেজ আসিলো “বান্দির পুত। তুই প্রেমে পড়ার আর কাউরে পাইলিনা??? শরীরের হাড়গোড় বাচাইতে চাইলে আর জীবনে ওই মাইয়ার দিকে তাকাবিনা। তাকাইছস তো মরছস। শালা তোর একদিন কি আমার একদিন। এই দেখ এইডা” এই বইলা সে আমাকে ইনবক্সে একখানা বন্দুকের ছবি পাঠাইয়া দিলো। আমি আবার বলিলাম “ওকে”। কবি আবার বলিলেন “ভয়ঙ্কর, তুমি অন্য ছেলেদের প্রেমিকাকে ইভটিজিং কোরোনা। তুমি সিঙ্গেল মেয়েদের ইভটিজিং করো”। আমি আবার বলিলাম “ওকে।“ এক মেয়েরে মেসেজ দিলাম “হেই,তুমি কি সিঙ্গেল???” । কিছুক্ষন পর রিপ্লাই আসিলো “বেয়াদপ কোথাকার । অচেনা অজানা মেয়েকে এসব জিজ্ঞাসা করতে লজ্জা করেনা?? বেহায়া। বেশরম। বাড়িতে মা বোন নাই??? অসভ্য কোথাকার”। এই কহিয়া আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়া ব্লক করিলো”। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলাম “ওকে”। কবি এইবার বলিলেন “ভয়ঙ্কর, তুমি নাহয় অপেক্ষায় থাকো। তোমার জন্যে কেও না কেও অবশ্যই আসিবে। সবুরে মেওয়া ফলে। ভুলে যেওনা। “ আমি বলিলাম “ওকে”। অতএব, অপেক্ষায় আছি :p :p :p :p কেও থাকলে আমার দিলের কলিংবেল চাপ দেন। দরজা খুইলা দিমুনে :p :p
Posted on: Tue, 10 Sep 2013 15:53:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015