কয়েকটা প্রশ্ন এবং তার - TopicsExpress



          

কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর ১) ইন্ডিয়ান মেয়েরা পেন্ট পরে, শার্ট, টি-শার্ট পরে তাহলে আমরা পরলে প্রবলেম কি? ¤ তারা বেশীর ভাগ হিন্দু তুমি মুসলিম হয়ে হিন্দুদের কাজ করবে? যদি কর তাহলে মুর্তি পুজা বাদ যাবে কেন? ২) তারা স্বাধীন ভাবে চলাফেরা করে আমরা করলে প্রবলেম কি? ¤ স্বাধীন ভাবে চলাফেরা করবে ঠিক তাই বলে অর্ধ-উলং হয়ে ঘুরতে হবে? এটা ki ঠিক? ৩) ইন্ডিয়ান মুসলিমরাও তো টাইট পোশাক পরে, তাহলে? ¤ এখন আমি যদি বলি, গু খাও তুমিও তা খেয়ে ফেলবে? তারা যদি এটা করে তাহলে তুমিও তাদের মত হয়ে যাবে? ৪) স্টার প্লাসের নায়িকা এই ড্রেস পরেছে তাহলে আমিও পরব ..? ¤ তারা এখানে নাটক করে টাকার জন্য তাদের নাটকের দাম বাড়ানোন জন্য (তাদের দেশের মানুষের ক্ষেত্রে) তুমিও কি নিজের দাম বাড়াতে চাও? আমার একটি কথা যদি অন্য ধর্মের সংস্কৃতি ভাল লাগে তাহলে সেই ধর্ম গ্রহন করে তার পর যা খুশী তাই কর। আমাদের ইসলামকে নষ্ট করবে না। অনেক মেয়ে ফ্যান আমাকে ঘৃনা করবেন জানি। নীল আকাশে লিখবো আমি তোমায় ভালোবাসি
Posted on: Fri, 20 Sep 2013 10:12:20 +0000

Trending Topics



periencing
A Devotional for such a time as this: - from: Facts of the

Recently Viewed Topics




© 2015