কয়েকদিন আগে ছেলেটির - TopicsExpress



          

কয়েকদিন আগে ছেলেটির স্ট্যাটাস ছিল হতাশায় ভরা। কেউ তাকে হল থেকে রান্না করে কাছে বসিয়ে নাকি খাওয়ায় না। হলে খাবার-দাবারের কষ্ট, ভালো খাবার কি তা নাকি ছেলেটি ভুলেই গেছে! ঢং দেখে আর বাঁচি না! তার সাথে আজ দেখা হল টিএসসিতে। সাথে একটি তরুণী। ন্যুডলস খাওয়া একটু আগেই যে শেষ হয়েছে তা পাশে রাখা টিফিন ক্যারিয়ার দেখেই বোঝা যায় এবং বলে দিতে হয় না যে এই ন্যুডলস ওই তরুণীটিরই অবদান। জিজ্ঞেস করায় ছেলেটি মেয়েটির দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে বলল, "ন্যুডলস? ওটা তো ন্যুডলস ছিল না, ছিল শিল্পকর্ম!" হুহ! ঢং! তরুণীটির জীবনে এই প্রথম হল থেকে কারো জন্য রান্না করে আনা ন্যুডলস! আর আমারও এই প্রথম হলে থাকা কোন বিশেষ তরুণীর হাতের রান্না খাওয়া!
Posted on: Sun, 22 Sep 2013 16:27:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015