গাজীপুরের সেই মেধাবী - TopicsExpress



          

গাজীপুরের সেই মেধাবী মেয়েটিকে ধর্মান্তর করে দীর্ঘ দিন ধর্ষণ করা মানিক আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। কবে হবে গ্রেফতার? আদৌ কি হবে? নাকি তার বদলে প্রশাসন মোড়ল সমাজ মিলে মেয়েটিকে নিরাপত্তার ছুতো তুলে হিন্দুদের দ্বিতীয় জন্মভূমি ( কিছু আহাম্মকের ধারনা ) ভারতেই পাঠিয়ে দেয়া হবে? সাংসদ রাসেল আমার এক বন্ধুর কাছে ফোন নাম্বার চেয়েছে দতারকি করার জন্য। বন্ধুটি আমার কাছে জানতে চেয়েছে আমার কাছে ঐ পরিবারের ফোন নাম্বার আছে কিনা? থাকলে যেনো রাসেল সাহেব কে দেই। একজন সাংসদের কতটুকু সহানুভূতি পেতে পারে একটা সংখ্যালঘু সেটার এক বিরল দৃষ্টান্ত এই ঘটনা। আমি থ হয়ে গিয়েছিলাম বন্ধুর কথা শুনে। তার এলাকার এমন ঘটনা আর সে কিনা আমার কাছে ফোন নাম্বার চায়!! মহামান্য সাংসদ আপনি নিশ্চিত থাকেন। আপনার প্রশাসন কে বলুন মেয়েটিকে এবং ওর পরিবার কে সমাজে আর সব মানুষের মতন বাঁচার ব্যবস্থা করে দিতে। এত কিছু ঘটে গেলো! এতদিন পার হল তবুও আপনার বিন্দুমাত্র সাহানুভূতি পেল না হিন্দু অসহায় পরিবারটা। এগুলো বন্ধ করুণ। কিছু করতে না পারুন- এমন হাস্যকর ঘটনার জন্ম দিয়েন না। আমার কথা সোজা এরপর যদি কেউ নির্যাতন করতেই আসে তবে উলঙ্গ হয়ে দাঁড়াবো সেটা বাংলাদেশের সাম্পদায়িক মানচিত্র। মানিক রে খুঁজে বের করুণ। ছবি মিডিয়াতে প্রকাশ করুণ। একবার ওর চেহারাটা দেখতে চাই।
Posted on: Sun, 30 Jun 2013 05:51:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015