গত কাল শবে কদরের নামায - TopicsExpress



          

গত কাল শবে কদরের নামায পড়ে বের হয়েছি মসজিদ(Uttara sector 11,baitun noor masjid) থেকে|| এক পিচ্চি(ভিক্ষুক) সামনে এসে হঠাৎ* @পিচ্চি-ভাই কয়ডা টেহা দিবেন,একটা ইদ এর জামা কিনমু @আমি-কয় টাকা দেওয়া লাগবে তোর? :) @পিচ্চি-10 টেহা দেন :/ @আমি-10 টাকা দিয়া তোর ইদ এর জামা হবে o.O ! @পিচ্চি-নাহ| আরও টেহা আছে তো| (একটু হেসে :D ) @আমি-কত টাকা উঠছে তোর?* @পিচ্চি-গুনে দেখালো ,প্রায় 978 টাকার মতো @আমি-ঐ এত টাকা দিয়াও হয় না|| এই টাকা দিয়া তো., তুই তিনটা জামা কিনতে পারবি| (তখনই শুনলাম আসল ঘটনা) @পিচ্চি- :( এই টেহা সব| বড় আব্বায় নিয়া যায়|| |.... :( ....???!???? (?)চিহ্ন বলিত কথা গুলো আর বলার প্রয়োজন হয় না|| আমরা কত আশা করে দান করছি, দারিদ্রতার জন্য বাধ্য হয়ে এইসব শিশু রা ভিক্ষার পথ বেছে নিয়েছে|আর সেই টাকা যাচ্ছে পর্দার আড়ালে থাকা| তথাকথিত (বড় আব্বা দের পেটে -_- )|| হয়রে ভিক্ষা বাণিজ্য|| :/ এইসব মানুষ গুলো কি ঠিক হবে না? :/ হতাশ আমার দেশ|| ধিক্কার এই সব মনুষত্ব্য হীন অমানুষ গুলোকে | >_< #Munna -_-
Posted on: Sat, 26 Jul 2014 09:34:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015