গত ২৬ ই জুলাই , ১৬ ই রমজান - TopicsExpress



          

গত ২৬ ই জুলাই , ১৬ ই রমজান রোজ শুক্রবার ইসলামী শাসনতত্র ছাত্র আন্দোলন কর্তক আয়োজিত ইফতার মাহফিলে কোন এক আমন্ত্রীত অতিথী তার বক্তব্যে বলেছিলেন ,বাংলার সিংহ পুরুষ মুফতী আমিনী রহঃ তাঁর বিদায়ের পূর্বে আমাদের কে এ পথ নির্দেশনা দিয়ে গেছেন যে , কারো সাথে ঐক্য ও অনৈক্য একমাত্র ইসলামের স্বাথেই হতে হবে .ব্যাক্তি স্বার্থে কোনট করা যাবেনা ।এর জবাবে পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়্যদ রেজাউল করীম তাঁর বক্তব্যে কেমন যেন দাম্ভিক ,অহংকারী ও প্রতিহিংসা পরায়নের মত বললেন ,যারা নারীদের সাথে এক মঞ্চে বসে তাদের কাছ থেকে আমাদের কিছুই শিখতে হবেনা । তারা মাওলানা মুফতী না । তারা বেঈমান ও স্বার্থান্বেষী ।তাদের কে যেখানে পাওয়া যাবে সেখ বয়কট ও প্রতিরোধ করতে হবে । তাদের প্রতি আমার কয়েকটি প্রশ্ন । ১.যাদের কে বয়কট করার জন্য জাতির প্রতি আহবান করেছেন তাদেরকেতো তারা নিজেরাই বয়কট না করে দাওয়াত করে এনে নিজেদের মঞ্চে সম্মানজনক আসনে বসিয়েছেন । এটা কি জাতির সাথে ধোকাবাজী ও মুনাফিকি আচরন না ? যে মুখে একটা কাজে অন্যটা । ২ . পীর সাহেব বলেছেন যে যারা নারীদের সাথে মঞ্চে বসে তাদের কাছ থেকে কিছুই শিখতে হবেনা । আমার প্রশ্ন হচ্ছে তাঁর পিতাতো তাদের কাছ থেকেই সবকিছু শিখে গর্ববোধ করে বলেছেন আমি শাইখুল হাদীস সাহেবের ছাত্র । এবং তিনি নিজে ও হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের মিটিংয়ে দেশের শীর্ষস্থানীয় কয়েক হাজার আলেমের সামনে এ কথা স্বীকার করেছিলেন যে শাইখুল হাদিস সাহেব ও মুফতী আমিনী সাহেব যাওয়ার পূর্বে আমাদের মুক্তি পাওয়ার পথ দেখিয়ে গিয়েছেন ।আমার প্রশ্ন হচ্ছে এটা কি দৈত্যনীতি ও মুনাফিকি নয় যে এক মুখে দু কথা । ৩ . তারা সবসময় মুখে বুলি আউড়িয়ে বেড়ায় যে সবদল হারাম কাজে লিপ্ত । আমার প্রশ্ন হচ্ছে ছবি তোলা কি হারাম না ? অথচ দেখা গেল যে পীর সাহেবের ছেলেরা পীর সাহেবের সামনে এসে তাঁর ছবি তোলতেছে কিন্তু তিনি তাদের কে কিছুই বলছেননা ।হয়ত এসবের কোন সদুত্তর তারা দিতে পারবেনা । আমরা কি তাহলে একথা ধরে নিব যে এসব কিছুই স্বার্থ নির্ভর ও না পাওয়ার হতাশা ।আল্লাহ আমাদের সকল কে হিদায়াত দান করুন ।আমীন
Posted on: Sun, 28 Jul 2013 08:59:47 +0000

Trending Topics



ate
La procuraduría tiene más de 400 cargos públicos de más de 18
A Verdade sobre a senhora aparecida? Como se deu a descoberta de

Recently Viewed Topics




© 2015