গতকাল থেকে অনলাইনে বেশ - TopicsExpress



          

গতকাল থেকে অনলাইনে বেশ কয়েকজনকে দেখলাম তারা মুসলিম বিশ্বের একমাত্র উন্নত(!) রাষ্ট্র ইরানকে গালি-গালাজ করছেন। বলছেন ইরানের এসব কাজ-কর্ম বিশ্বের মানুষদের সামনে মুসলমানদেরকে ছোট করে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয় মানুষের মনে ! তো ঘটনা কি? ঘটনা হচ্ছে, ইরানের পার্লামেন্ট একটা শিশু অধিকার আইন পাশ করেছে যাতে বলা হয়েছে, কোনও লোক তার নিজের দত্তক / পালক কন্যা সন্তানের বয়স ১৩ বছর হলেই এই কন্যা সন্তানকে বিয়ে করতে পারবেন। পাঠক হাসবেন না, এইটা কিন্তু ইরানের শিশু অধিকার আইন। কিন্তু মাথায় রাখা উচিত ইরান এই আইন ইসলামের আইন অনুযায়ী করেছে। কেননা ইসলাম অনুযায়ী দত্তক বা পালক সন্তান একচুয়াল সন্তান হিসেবে গণ্য হয় না। এক্ষেত্রে রক্তকে একমাত্র ব্যাপার ধরা হয়েছে। মানবিক সম্পর্ক , ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করায় যে আবেগ গড়ে উঠে তার কোনও মূল্য দেয়া হয় নি। অর্থাৎ, ১/ দত্তক বা পালক সন্তান সম্পত্তিতে উত্তরাধিকার পাবে না। (এই কারণে বর্তমান বাংলাদেশেও মুসলিম উত্তরাধিকার আইনে দত্তককে উইল না করে গেলে পালক বাবা-মার কোনও সম্পদই সে পায়না। ) ২/ দত্তক বা পালক কন্যা সন্তানকে বিয়ে করা যাবে। (ইরান এটাই করেছে) ৩/ দত্তক বা পালক ছেলে সন্তানের তালাকপ্রাপ্তা স্ত্রীকে তার শ্বশুর বিয়ে করতে পারবে। (হযরত মুহাম্মদ নিজে তার এক সময়ের দাস, পরবর্তীতে পালক হিসেবে নেয়া পুত্র জায়েদের স্ত্রীকে বিয়ে করেছিলেন। যদিও নিন্দুকেরা বলে উনি(রাসুল) যায়েদকে তালাক দিতে বাধ্য করেছিলেন যাতে উনি বিয়ে করতে পারেন, তবে সেটার প্রমাণ পাওয়া যায়নি বলেই জানি ) ৪/ বাচ্চা মেয়েদের বিয়ে ইসলামে জায়েজ আছে। সুতরাং ইরানের আদালত ১৩ বছর বয়সী মেয়েদের বিয়ের অনুমতি দিয়েছে। মোট কথা হল, ইরানের পারলামেন্ট ইসলামের আইন মেনেই এই আইন করেছে। এখন যাদের কাছে ১৩ বছর বয়স্ক পালক কন্যাকে বিয়ের ব্যাপারটা খারাপ লাগবে তারা সমালোচনা করবেন। কিন্তু সেটা শুধু ইরানকেই সমালোচনা করবেন কেন? কেনও ভাববেন এই আইন করে ইরান ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে? ধর্মান্ধ হয়ে যুক্তিবোধ নষ্ট করা কি ঠিক? আর যাদের কাছে ১৩ বছর বয়স্ক পালক কন্যাকে বিয়ের ব্যাপারটা ভালো লাগে বা যারা ব্যাপারটা জাস্টিফাই করার চেষ্টা করবেন তারা দূরে যেয়ে কাঁঠাল পাতা খেতে পারেন। theguardian/world/2013/sep/26/iran-lawmakers-men-wed-adopted-daughters
Posted on: Mon, 30 Sep 2013 09:01:01 +0000

Trending Topics




© 2015