গল্পটি না পড়লে অনেক miss - TopicsExpress



          

গল্পটি না পড়লে অনেক miss করবেন ১ছেলে খুব ভদ্র ছিলো| কোন মেয়েদের সাথে তার তেমন কোন সম্পর্ক ছিলোনা| ছেলেটি কলেজে পড়ে| ১দিন ঐ কলেজের সবচেয়ে সুন্দরী ১টা মেয়ে তাকে ভালোবাসার প্রস্তাব করে| ছেলেটি প্রথম কোন গুরুত্ব দেয়না| কিন্তু ধীরে ধীরে মেয়েটার প্রতি ১টা মায়া এসে যাই| তারপর একসময় ছেলেটি মেয়েটিকে ভালোবেসে ফেলে| কয়েকদিনে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যাই| ছেলেটির এমন অবস্তা হয়যে মেয়েটির সাথে কথা বা দেখা করতে না পাড়লে ভালোলাগেনা| ১দিন মেয়েটি ছেলেটিকে বলে:- মেয়ে: তুমি সিগারেট খেতে পারো না? ছেলে: কেন?? মেয়ে: তোমার বন্ধুরা দেখেছো সবাই সিগারেট খায়? আর তাছাড়া সিগারেট না খেলে স্মার্ট দেখায়না| যাইহোক অনেক কথার পর ছেলেটি সিগারেট খাওয়া শিখে যাই| সিগারেট খাওয়া শিখার কয়েকদিন পরেই মেয়ের কাছ থেকে ১টা চিঠি আসে ছেলের কাছে| চিঠিতে এরকম লেখা:- I am sorry..!! দেখ আসলে আমি তোমাকে ভালোবাসিনা| আমি তোমার বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম তোমাকে ভালোবাসার জন্য| আমাকে ক্ষমা করে দিয়ো| ইতি,............ ছেলেটি মেয়েটিকে ছেড়ে দিতে না চাইলেও ছাড়তে হয়| কিন্তু সিগারেটা সে ছাড়তেপারেনা| আমরা সচেতন হওয়ার চেষ্টা করবো
Posted on: Wed, 14 Jan 2015 08:32:15 +0000

Trending Topics



>

Recently Viewed Topics




© 2015