***গল্পটি পরার অনুরোধ রইলো - TopicsExpress



          

***গল্পটি পরার অনুরোধ রইলো *** একদিন একটা ছেলে এবং একটা মেয়ে সিনেমা দেখে ব ছেলেটি গাড়ি চালাচ্ছিল। মেয়েটিকে নীরব বসে থাকতে দেখে সে আন্দাজ করতে পেরেছিল কিছু হয়েছে। মেয়েটি তখন সেই নীরবতা ভেঙ্গে বলল " আমি এখন আর তোমাকে ভালোবাসি না।। আমি অনেক ভেবে দেখেছি আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত হবে। " কথাটি শুনে ছেলেটি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পরল, এবং সে পকেট থেকে একটা চিরকুট বের করে মেয়েটিকে দিল। ঠিক তখনি একটা ট্রাক তার নিয়ন্ত্রণ হারা...নোর ফলে গাড়িটির দিকে ছুটে আসতে লাগলো। ছেলেটি ট্রাকটিকে তাদের দিকে আসতে দেখে হঠাৎ গাড়িটি ঘুরিয়ে নিল, যার ফলে ট্রাকটি সোজা চালকের বসার স্থানটিতে আঘাত করল। ছেলেটি তার ভালোবাসার মানুষটিকে বাঁচানোর একটা ক্ষীণ চেষ্টা করল। হয়ত তার এই চেষ্টায় সৃষ্টিকর্তাও মুগ্ধ হয়ে গেলেন। তাইতো আশ্চর্যভাবে মেয়েটি বেঁচে গেলোএত ভয়াবহ দুর্ঘটনার পরও। মেয়েটি অবাক বিস্ময়ে ছেলেটির রক্তাক্ত মৃতদেহটির পাশে বসে ছেলেটির দেয়া চিরকুটটি পড়ল। তাতে লেখা ছিল - ........."তোমারভালোবাসা ছাড়া আমি বাঁচব না।"..
Posted on: Fri, 21 Jun 2013 13:42:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015