জানতে পারলাম ৭১ টিভিতে - TopicsExpress



          

জানতে পারলাম ৭১ টিভিতে রুবেল আর হ্যাপীর ফোন আলাপ প্রকাশ হয়েছে? কি ফোন আলাপ হয়েছে তা আমি জানিনা এবং জানতে চাইও না। তবে আমি স্রোতের উল্টো কিছুকথা বলতে চাই... অনেক বিষয় আছে যেগুলা দেশের স্বার্থে, একজন মানুষের সম্মান রক্ষার স্বার্থে গোপন রাখতে হয়। রুবেলের এই ফোন আলাপ ফাঁস করে দিয়ে আমাদের ক্রিকেটের কোন লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে। মানুষের খারাপ দিক কখনই জন সম্মুখে প্রকাশ করা সমচীন নয়। একটু অশ্লীল ভাষায় বলি গো চিনেনগো? গো নিয়ে যত বেশী নাড়াচাড়া করবেন আপনার শরীরে গো তত বেশী লাগবে মনে রাখবেন যে ব্যাক্তি অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ তার দোষ গোপন রাখবেন
Posted on: Thu, 18 Dec 2014 03:25:13 +0000

Trending Topics




© 2015