★ জাপান ও পুর্ব - TopicsExpress



          

★ জাপান ও পুর্ব এশিয়ার ঘূর্ণিঝড়কে কি বলে ? উত্তরঃ টাইফুন ★ যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি ? উত্তরঃ রেড-ইন্ডিয়ান। ★ সুয়েজ খাল উদ্বোধন করা হয় কত সালে ? উত্তরঃ ১৯৬৯। ★ কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত ? উত্তরঃ কাগজ। ★ C I A এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? উত্তরঃ ভার্জিনিয়া। ★ ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত ? উত্তরঃ ইরাবতি। ★ দেশে প্রথমবারের মতো কোন নদীর তলদেশ দিয়ে রুট টানেল নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে? উত্তরঃ কর্ণফুলী। ★ ধানকাটা-১’ চিত্রকর্মটি কার আঁকা ? উত্তরঃ এস এম সুলতান। ★সোয়াত উপত্যকাটি কোথায় অবস্থিত ? উত্তরঃ পাকিস্তানে। ★White House> ওয়াশিংটন ডি.সি- তে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ★Blue House> সিউলে অবস্থিত, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ★Blear House> ওয়াশিংটন ডি.সি তে অবস্থিত, যুক্তরাষ্ট্রের সরকারি অতিথি ভবন। ★ Ecology House> ওয়াশিংটন ডি.সি তে অবস্থিত, যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসের বাড়ির নাম। ★India House> লন্ডনে অবস্থিত, ভারতীয় দূতাবাস। ★Bush House> লন্ডনে অবস্থিত, বিবিসি’র প্রাক্তন কর্যালয়। ★Freedom House> ওয়াশিংটন ডি.সি তে অবস্থিত, যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবীদের সংগঠন।
Posted on: Mon, 17 Nov 2014 20:08:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015