জাহান্নামের পরিচিতিঃ ► - TopicsExpress



          

জাহান্নামের পরিচিতিঃ ► জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। ► বিচারের দিন জাহান্নামকে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন। ► জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে। ► জাহান্নাম বাসীর শরীরের চামড়া ১২৬ ফুট পুরু করে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরও থাকবে তিলযার একএকটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নাম বাসীর বসার জায়গা হবে মক্কা থেকে মদীনা পর্যন্ত দূরত্বের সমান। ► প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে। ► জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ, পুঁজ ও রক্তের মিশ্রণএবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এতবেশি হবে হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে। ► জাহান্নামেরএই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্ত কাল ধরে চলতে থাকবে। জাহান্নাম বাসীরা একপর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে চেষ্টা করলে তাদেরকে লোহ হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবেl আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করুন - আমিন. √ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না। আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে T=(thanks). G=(good). B=(bad). N=(nice). O=(osthisr). লিখে কমেন্ট করবেন। তাহলে পরে আরও ভাল পোষ্টে নিয়ে হাজির হব । ধন্যবাদ।
Posted on: Sat, 20 Dec 2014 09:29:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015